সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা মুমিনুলের

সব ঝল্পনা-কল্পনার অবসনা ঘটিয়ে শেষ পর্যন্ত টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মুমিনুল হক।

মঙ্গলবার (৩১ মে) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশান বাসভবনে বৈঠক শেষে মুমিনুল সাংবাদিকদের নিজে তার এ সিদ্ধান্তের কথা জানান। তার এ রকম সিদ্ধান্ত কোনো রকম অভিমান থেকে নয়, দলীয় ও ব্যক্তিগত নৈপুণ্য ভালো না হওয়া থেকেই তার এ রকম সিদ্ধান্ত।

বিসিবির সভাপতির সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরকম কিছু না, আমি শুধু বলেছি যে অধিনায়ক হিসেবে দলে অবদান রাখতে পারছি না। আমার কাছে মনে হয় এই মুহুর্তে কাউকে দায়িত্ব দেওয়া উচিত। আমিতো বলে আসছি, এখন উনারা কী সিদ্ধান্ত নেয় উনাদের ব্যাপার।’

অভিমানে নেতৃত্ব ছাড়ছেন না জানিয়ে মুমিনুল বলেন, ‘উনি বলেছে (অধিনায়কত্ব চালিয়ে যেতে)। কিন্তু আমি জিনিসটা চাচ্ছি না। আমি আসলেই চাচ্ছি না। অভিমান কিছু না ভাই।’

মুমিনুলের সাম্প্রতিক সময় মোটেই ভালো যাচ্ছিল না। এমন কি দলেরও। যদিও চলতি বছর নিউ জিল্যান্ডের মাটিতে মাউন্ট মঙ্গানু্ টেস্ট জিতে অসাধ্য সাধন করেছিলেন। সেই টেস্টে তিনি নিজেও ৮৮ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু এরপর তিনি এবং দল সমান্তরালভাবে ব্যর্থ হচ্ছিল। মুমিনুলের ব্যর্থতার পাল্লা এতটাই ভারী হয়ে উঠেছিল যে, দলের ব্যর্থতাও আড়ালে পড়ে গিয়েছিল। সর্বশেষ ঢাকা টেস্টে শ্রীলঙ্কার কাছে ১০ উইকেট হারের পর তা আরও বেশি করে সামনে চলে আসে। এর আগে দল ও মুমিনুলের ব্যর্থতা নিয়ে কম বেশি আলোচনা হলেও উইন্ডিজ সফরে মুমিনুল নেতৃত্ব দেবেন, কি না তা জোড়ালোভাবে আলোচিত হতে থাকে। যদিও বিসিবির সভাপতি নাজমুন হাসান পাপন অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি ‍মুমিনুলের উপর ছেড়ে দিয়ে জানিয়েছিলেন মুমিনুল চাইলে উইন্ডিজ সফরেও তাকে আরেকটি সুযোগ দেওয়া হবে। এ নিয়ে দুই জনের বৈঠকও হয়েছিল। কিন্তু মুমিনুলের কাছ থেকে এ বিষয়ে কখনো কোনো কিছু জানা যায়নি।

এই যখন এ রকম চিত্র, তখন আজ দ্রুতই দৃশ্য পটে পরিবর্তন আসে। হঠাৎ করেই সাকিবকে সিঙ্গাপুর থেকে দেশে ডেকে আনা হয়। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে সে দিন রাতেই সাকিব চিকিৎসার জন্য সিঙ্গাপুর চলে গিয়েছিলেন। সেখান থেকে তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা। যুক্তরাষ্ট্র থেকে তিনি পরে উইন্ডিজ গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু সাকিব দেশে ফিরে আসাতেই চাওর হয়ে যায় মুমিনুলের নেতৃত্ব আর দীর্ঘায়িত হতে যাচ্ছে না। যবনিকা ঘটতে যাচ্ছে। তার পরিবর্তে দায়িত্ব নিতে যাচ্ছেন সাকিব। বিকেল কয়েকজন পরিচালককে নিয়ে সাকিবের সঙ্গে বিসিবির সভাপতির বৈঠকে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। এই বৈঠকে আবার মুমিনুলকে রাখা হয়নি। তখন আরও বিষয় করে দৃশ্যমান হয়ে উঠে মুমিনুলের বিদায়। নিজেদের মাঝে বৈঠক শেষে সন্ধ্যার পরপরই মুমিনুলকে আবার বিসিবি সভাপতি তার বাসায় ডেকে আনেন। সেখানে দুই পক্ষের খুবই সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠক শেষে বের হয়ে এস মুমিনুল নিজেই জানান তার এই সিদ্ধান্তের কথা।

মুমিনুলের পরিবর্তে কে অধিনায়ক হচ্ছেন তা বিসিবির পক্ষ থেকে ঘোষণা করা না হলেও সাকিব যে দায়িত্ব পেতে যাচ্ছেন তা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।

নিজের অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘যখন আপনি ভাল খেলবেন, দলের জন্য ফল নাও হয় তবু দলকে মোটিভেট করতে পারবেন। আমার কাছে মনে হয়, আমিও ভাল খেলতে পারছি না, দলও ফলাফল করতে পারছে না। এই অবস্থায় অধিনায়কত্ব করা খুব কঠিন। আমার কাছে মনে হয় এই সময় না করাই ভাল (অধিনায়কত্ব)।’

অধিনায়কত্ব ছেড়ে তিনি একন ব্যাটিংয়ে মনযোগ দিতে চান জানিয়ে বলেন, ‘আমি অনুভব করি আমার ব্যাটিংয়ে যদি মনোযোগ দিতে পারি তাহলে ভাল। উনারা এখন সিদ্ধান্ত নেবেন।’ অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তটা কঠিন ছিল না জানিয়ে মুমিনুল বলেন, ‘আসলে কঠিনের কিছু না। পৃথিবীতে সবই এমন হবে। শুধু আমি না, অনেক অধিনায়কের ক্ষেত্রে হবে। অবদান রাখতে হবে।’

মুমিনুল ২০১৯ সালে দায়িত্ব পেয়েছিলেন এই সাকিবের কাছ থেকেই। সাকিব তখন ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখার দায়ে আইসিসি থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। দায়িত্ব পাওয়ার পর মুমিনুল ১৭ টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে তিনটি টেস্টে জিতেছিলেন। দুইটি জিম্বাবুয়ে এবং অপরটি নিউ জিল্যান্ডের বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালে মিরপুরে ইনিংস ও ১০৬ রানে এবং হারারেতে ২০২১ সালে ২২০ রানে। চলতি বছর নিউ জিল্যান্ডের বিপক্ষে আট উইকেটে জয় ছিল তার তথা বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেরা অর্জন।

দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মুমিনুলের উপর আছেন মুশফিকুর রহিম ৩৪টি ও হাবিবুল বাশার ১৮টি।

এমপি/এএজেড/এমএমএ/

Header Ad

আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের প্রথম পর্বে বাংলাদেশের কোনো খেলোয়াড় ছিলেন না। তবে অ্যাক্সিলারেটেড নিলাম বা দ্রুতগতির নিলামে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের নাম উঠেছিল। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজিই তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রীতই থাকলেন গেল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতানো দ্য ফিজ। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি।

আইপিএলের গত আসরে ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। জাতীয় দলের ব্যস্ততা থাকায় পুরো আসরে খেলতে না পারলেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। মাত্র ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি। আর এমন পারফরম্যান্সের পরও ভাবা হচ্ছিল দল পেতে যাচ্ছেন এই পেসার।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে অভিষেক হয়েছিল মুস্তাফিজের। এরপর মুম্বাই, রাজস্থান, দিল্লি ও চেন্নাইয়ের জার্সিতে খেলেন ৫৭টি ম্যাচ। বল হাতে নিয়েছেন ৬১ উইকেট। সেরা মৌসুম কাটিয়েছেন ২০১৬ সালে। সেসময় ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ইমার্জিং প্লেয়ারের পুরস্কার জেতেন তিনি।

Header Ad

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার। ছবি: সংগৃহীত

হত্যা মামলার অভিযোগে টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম আজহারকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টাঙ্গাইল সদর থানায় তার ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, আজাহার জেলা পরিষদের সাবেক সদস্য ছাড়াও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা সিএনজি-অটোরিকশা মালিক ও শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।

Header Ad

চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়

চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়। ছবি: ঢাকাপ্রকাশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। সকালে নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

দেখা গেছে সন্ধ্যা থেকে সকাল ৭টা পর্যন্ত শীতের প্রকোপ থাকছে বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের দাপট থাকছে বেশ।

নওগাঁ সবজি উৎপাদনে বৃহৎ জেলা। এ জেলায় উৎপাদিত সবজি জেলার চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি হয় দেশের বিভিন্ন বাজারে।

চাষিরা বলছেন, শীত আগমনে সকালের দিকে মাঠে কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে।

অন্যদিকে শীত আগমনে জেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বেড়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ফলে এই সময়টাতে শিশু এবং বয়স্কদের প্রতি বাড়তি নজর রাখতে বলা হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে।

Header Ad

সর্বশেষ সংবাদ

আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
মোল্লা কলেজের সার্টিফিকেট-ল্যাপটপ লুট, ক্ষতি ৭০ কোটি টাকা: অধ্যক্ষ
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার
সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত
সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের
বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত
রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক
ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক
জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা
বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা অপুর
কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়, আওয়ামী লীগের অপপ্রচার