পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
এশিয়া কাপ হকির পঞ্চম স্থান নির্ধারণিী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। প্রতিপক্ষ নামটি শুনেই বলে দেয়া যায় বাংলাদেশের পঞ্চম হওয়ার কোনোই সম্ভাবনা নেই! হার মেনে নিয়েই বাংলাদেশ বুধবার (১ জুন) জার্কাতায় পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটায়।
গ্রুপ পর্বে পাকিস্তান ‘এ’ ও বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলেছিল। দুই দলই নিজ নিজ গ্রুপে তিন নম্বর হয়েছিল। কিন্তু যেতে পারেনি পরবর্তী রাউন্ডে। ফলে দুই দলকেই খেলতে হয়েছে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে। সেখানে বাংলাদেশ ৪-২ গোলে স্বাগতিক ইন্দোনেশিয়াকে এবং পাকিস্তান ৫-২ গোলে ওমানকে হারিয়েছিল। এই ফলাফলই দুই দলকে পঞ্চম স্থানের জন্য মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ওমান ও ইন্দোনেশিয়া খেলবে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ।
গ্রুপ পর্বে বাংলাদেশ কোরিয়ার কাছে ৬-১ গোলে এবং মালয়েশিয়ার কাছে ৮-১ গোলে হেরেছিল। জয় পেয়েছিল ওমানের বিপক্ষে ২-১ গোলে। অপরদিকে পাকিস্তান প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইন্দোনেশিয়াকে ১৩-০ গোলে হারালেও শেষ ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরে দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি।
এমনিতেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অতীত পরিসংখ্যান মোটেই সুখকর নয়। এশিয়া কাপেও একই অবস্থা। এখন পর্যন্ত আটবারের মোকাবিলাতে বাংলাদেশের জয় একবারই। ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপের দ্বিতীয় আসরে বাংলাদেশ জয় পেয়েছিল ১-০ গোলে। বাকি প্রতিবারই হেরেছিল। ১৯৮২ সালে ৯-০ গোলে, ১৯৮৫ সালে ১-০ গোলে, ১৯৯৯ সালে ৬-০ গোলে, ২০০৩ সালে ৮-০ গোলে, ২০০৭ সালে ১০-০ গোলে, ২০১৭ সালে ৭-০ গোলে এবং ২০২১ সালে ৬-২ গোলে হেরেছিল বাংলাদেশ।
হকিতে এক সময় পাকিস্তান ছিল বিশ্ব সেরা। কিন্তু তাদের সেই সুদিন আর নেই। যার প্রমাণ এবারে আসরে তাদের গ্রুপ পর্বের বৈতরণী পার হতে না পারা। তারপরও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়া কঠিনই।
এমপি/এমএমএ/