টেস্ট ক্রিকেট সমস্যা মানসিক ফিজিক্যালি ফিট-সাকিব
কয়েকদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দলের কোচদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটারদের টানা ১০ দিন টেস্ট খেলার মানসিকতা নেই। এ প্রসঙ্গে সাকিবের কাছে জানতে চাওয়া হলে তিনি শারীরিকভাবে নিজেদের ফিট মনে করলেও মানসিকভাবে ঘাটতি থাকতে পারে বলে জানান। আজ মিরপুরের হোম অব ক্রিকেটে চতুর্থ দিনের খেলা শেষে ম্যাচ নিয়ে অনেক প্রশ্নের ভিড়ে এই বিষয়েও তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা টেস্ট ক্রিকেটে ওয়ান অব দ্য ফিটেস্ট টিম। কারণ বেশিরভাগ সময় আমরা সব থেকে বেশি ফিল্ডিং করি । কাজেই ফিজিক্যালি আমরা ফিট। মেন্টাল সমস্যাটা হয়ত অনেক বেশি। এই জায়গাতে আমাদের অনেক বেশি কাজ করার আছে। ফিজিক্যালি কিন্তু আমরা অনেক বেশি ফিট।
আপনি দেখেন, সব মিলিয়ে তিন ইনিংসে বোধহয় চারশো, সাড়ে চারশো ওভার ফিল্ডিং করেছি। ফিট না হলে এই যে লিটন সাড়ে চারশো ওভার কিপিং করে ব্যাট করছে। মুশফিক ভাই ব্যাট করছে ১৭৫ করছে, একজন ১৪১ করছে। কাজেই এটা মেন্টাল সমস্যা। এটা নিয়ে কাজ করার আছে। আমরা হয়ত ফেইলিয়রের ভয় করি যে এই খারাপ ফলটা হবে। উল্টাভাবে চিন্তা করলে হয়ত অনেক কিছু আসতে পারে।’
এ প্রসঙ্গে তিনি টেস্ট, ওয়ানেড আর নিজের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, ‘ম্যাচ ফিট আর ফিজিক্যালি ফিট দুইটা দুই ধরণের সংজ্ঞা। অনেক ফাস্ট বোলার আছে ওয়ানডে ম্যাচে অনেক ওভার টানা বোলিং করতে পারে ৬-৭-৮ ওভার। কিন্তু টেস্টে দেখা যাচ্ছে ১০ পর্যন্ত ক্রস করছে না। আসলে ফিটনেসের সংজ্ঞা একেক জায়গায় একেক রকম। ম্যাচ ফিট আর ফিজিক্যাল ফিটনেস দুইটা দুই ধরণের জিনিস। প্রচন্ড গরমের মধ্যেও আমি প্রিমিয়ার লিগে চারটা ম্যাচ খেলে গিয়েছিলাম। ওই জিনিসটা আমাকে হেল্প করেছে। আমি জানতাম প্রথম দুই দিন আমার জন্য খুব কষ্টকর হবে চট্টগ্রাম টেস্টে। তারপর আস্তে আস্তে সহজ হয়ে যাবে। একটু সুযোগ নেওয়া বলতে পারেন। সুযোগটা ক্যালকুলেটিভই নেওয়া।’
এমপি/এএজেড