ডোনাল্ডের আশা সাকিব আগামীকাল পাঁচ উইকেট পাবে
দিনটি বেশ ভালোভাবেই শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ঘন্টায়ই তুলে নিয়েছিল শ্রীলঙ্কার দুই উইকেট। কিন্তু এরপর শুধুই হতাশা। বৃষ্টিতে ১৭৯ মিনিট খেলা কেড়ে নেয়ার পর বাকি যে সময় খেলা হয়েছে তাতে শ্রীলঙ্কার উইকেট পড়েছে মাত্র একটি। এ সময় লঙ্কানরা যোগ করে ৭২ রান । কিন্তু এই হতাশার মাঝেও আশার ঝিলিক ছিল সাকিবের ঘূর্নি বল। টেস্ট শুরুর আগে দুই দলের অধিনায়ক ও ধারাভাষ্যকার যে পূর্বাভাস করেছিলেন, তা শুধু সাকিবের মাঝেই খোঁজে পাওয়া গেছে। লঙ্কান কোনো স্পিনার বাংলাদেশের কোনো উইকেট নিতে পারেননি। শ্রীলঙ্কার পতন হওয়া পাঁচ উইকেটের দুইটি পেসার এবাদতের। বাকি তিনটি সাকিবের।
সাকিব এক উইকেট পেয়েছিল দ্বিতীয় দিন। তৃতীয় দিনের প্রথম উইকেট ছিল আশার আলো ছড়ানো। রাউন্ড দ্যা উইকেটে এসে যেভাবে বল টার্ন করে ভেতরে ঢুকে পিচে সেট হয়ে যাওয়া অধিনায়ক দিমুথ করোনারত্নের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে স্ট্যাম্পে গিয়ে আঘাত করে, তা ছিল দেখার মতো। তার এরকম উইকেট প্রাপ্তিতে মনে হয়েছিল এবার খবর আছে লঙ্কান ব্যাটসম্যানদের। কিন্তু পরে আর সেভাবে হয়নি। হয়েছে আবার বৃষ্টির পর শেষ বিকেলে। এবার বল টার্ন করে বের হয়ে যাওয়ার সময় ধনাঞ্জায়ার ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে লিটনের গ্লাভসে জমা পড়ে। আউটের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে পরে রিভিউ নিয়ে সফলতা আসে। সাকিবের এ রকম বল টার্ন হওয়াতেই টেস্ট নিয়ে মৃদু আশার আলো ফুটে উঠছে। দিন শেষে দলের প্রতিনিধি হয়ে কথা বলতে আসা পেস বোলিং কোচ লান ডোনাল্ডের মুগ্ধতার শেষ ছিল না। তিনি আশা করছেন সাকিব ইনিংসে পাঁচ উইকেট পাবে। তিনি সাকিবকে তুলনা করেছেন শের্ন ওয়ানের মতো একজন অভিজ্ঞ স্পিনার হিসেবে।
সাকিব প্রসঙ্গে বলতে গিয়ে ডোনাল্ড বলেন, ‘সাকিবকের মতো ক্রিকেটারকে নুতন করে শেখানোর কিছু নেই। তাকে আপনি নতুন করে আর কী শেখাবেন? সে শের্ন ওয়ার্নের মতো অভিজ্ঞ। আমার সঙ্গে সাকিবের স্পিন বোলিং নিয়ে কথা শুনতে খুব ভালো লাগে। সে আমার খুব পছন্দের একজন।’ডোনাল্ড বলেন, ‘আমি আশাবাদী সাকিব আগামীকাল পাঁচ উইকেট পাবে। দলে তাকে পাওয়া দারুণ একটা ব্যাপার। তার অভিজ্ঞতা ও নেতৃত্বের কোনো তুলনাই হয় না।’
সাকিবের গুণকীর্তন এখানেই শেষ করেননি ডোনাল্ড। টেনে এনেছেন স্বদেশি ডি ভিলিয়ার্সের কথাও। তার মুখে তিনি শুনেছেন সাকিবের বল ডি ভিলিয়ার্সেরও খেলতে সমস্যা হয়। ডোনাল্ড বলেন, ‘আজ ডাগআউটে বসে আমি কয়েকজনকে বলছিলাম, ডি ভিলিয়ার্সের মত ব্যাটসম্যান বলেছে সাকিবের বল খেলা কতোটা কঠিন। তখন বুঝতে হবে সাকিবের বল খেলা আসলেই কঠিন। সে খুবই সুচারুভাবে তার বোলিংয়ের গতি পরিবর্তন করে থাকে। যা সে আজ করে দেখিয়েছে।’
এমপি/এএজেড