ইনজুরিকে ‘ক্রাইসিস’ মনে করছেন না মুমিনুল
দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাংলাদেশ পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারছে না। ইনজুরির মিছিলে পড়েছেন ক্রিকেটাররা। এ সবই বোলিং আক্রমণে। ইনুজরির মিছিল এতই লম্বা যে বাংলাদেশ দল এখন বোলিং ডিপার্টমেন্টের পেস আক্রমণে সৈনিক নামাতে হিমসিম খাচ্ছে।
অধিনায়ক মুমিনুল ফলাফলের চারণ ভূমি মিরপুরে টেস্ট জিততে চেইলেও তাকে কিন্তু ভঙ্গুর শক্তি নিয়ে নামতে হবে। এমনিতেই ইনজুরির কারণে আগে থেকেই নেই পেসার তাসকিন ও অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এই দুই জনের সঙ্গে নতুন করে যোগ হয়েছেন শরিফুল ও নাঈম হাসান। নাঈম হাসানতো মিরাজের পরিবর্তে খেলার সুযোগ পেয়ে চট্টগ্রাম টেস্টে ছয় উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং করেছিলেন। একটি দলের যদি সেরা চার বোলারই না থাকেন, সেখানে রীতিমতো ‘ক্রাইসিস’ দেখা দেয়। কিন্তু এই ক্রাইসিস নিয়েই এগিয়ে যেতে চার মুমিনুল।
তিনি বলেন, ‘আপনি কোনো একটা জিনিস শুরু করলে মাঝেমাঝে এমন বাধাবিপত্তি আসতে পারে। তাসকিন যতদিন খেলেছে খুব ভালো বল করেছে। সঙ্গে শরিফুলও ভালো অবদান রেখেছে টেস্ট দলে। ওদের জায়গায় যারা খেলবে তাদের জন্য এটা বিরাট সুযোগ। সেই সঙ্গে আমার জন্যও একটা সুযোগ ওদের দেখে নেওয়ার। টেস্ট অধিনায়ক হিসেবে আমি চাই আমার এক ঝাঁক পেসার থাকুক, স্বাস্থ্যকর প্রতিযোগিতা হোক। তাই এটা আমার জন্যও সুযোগ। ভবিষ্যতে টেস্ট দলের জন্য কী করতে পারবে, কীভাবে উন্নতি করতে পারবে এসব আমিও দেখে নিতে পারব।’
তাসকিন না খেলাতে চট্টগ্রাম টেস্ট খেলেছিলেন সৈয়দ খালেদ আহমেদ। খুব একটা ভালো করতে পারেননি। কিন্তু মুমিনুল তার উপরই আস্থা রাখতে যাচ্ছেন মিরপুর টেস্টে।
তিনি বলেন, ‘আমি সবসময় আশাবাদী থাকতে পছন্দ করি। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে অনেক ভালো বল করেছিল। ওই অনুযায়ী হয়তো ভালো করতে পারিনি। লেন্থ পিক করতে পারেনি। বেশিরভাগ সময় আমরা ঢাকায় প্র্যাকটিস করি। আমার কাছে মন হয় এই কন্ডিশন ও জানে। আমার মনে হয় এই টেস্টে ও খুব ভালোভাবে ব্যাক করবে।’
চট্টগ্রাম টেস্ট শরিফুল খেললেও ইনজুরির কারণে নেই দ্বিতীয় টেস্টে। তার পরিবর্তে সুযোগ পেতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা সফরে ডারবান টেস্টের পর মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের নায়ক এবাদত।
মুমিনুল বলেন, ‘এবাদতের জন্য এটা ভালো সুযোগ, সঙ্গে আমার জন্যও ওকে কন্টিনিউ করার জন্য।’
কিন্তু দ্বিতীয় টেস্টে কি দুই পেসারকেই এক সঙ্গে দেখা যাবে? না কি এক পেসার? এমন প্রশ্নের জবাবে মুমিনুল রহস্যই রেখে দিলেন। তিনি বলেন, ‘আমি জানি না আমি অধিনায়ক হওয়ার পর আপনারা এক পেসার পেয়েছিলেন কি না। মনে হয় না এক পেস বোলার খেলবে। এমনো হতে পারে তিনটাও খেলতে পারে।’
এমপি/এমএমএ/