৪২ বছর পর ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ফ্রাঙ্কফুর্ট
৪২ বছর পর আক্ষেপ ঘুচল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের। বুধবার (১৮ মে) রাতে রেঞ্জার্সকে ৫-৪ ব্যবধানে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হলো তারা।
সেভিয়ার রেমন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়েও পিছিয়ে পড়তে হয় জার্মান এই ক্লাবটিকে। দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রেঞ্জার্সের জোয়ে আরিবো। অবশ্য সমতায় ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি ফ্রাঙ্কফুর্ট। ১২ মিনিট পরই দলকে ফিলিপ কোস্তিচের পাসে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলকে সমতায় ফেরান মাউরি।
নির্ধারিত ৯০ মিনিটের বাকি সময়ে দুই দলের কেউই গোল করতে না পারলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় দুই দলই। ফলে খেলার ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে ৫-৪ গোলে জিতে ফ্রাঙ্কফুর্ট।
এসআইএইচ