৫০ টাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
একটা সময় ছিল যখন টেস্ট খেলুড়ে দেশগুলোর পদচিহ্ন বাংলাদেশে পড়ত কালেভদ্রে। ২০০০ সালে টেস্ট মযার্দা পাওয়ার পর টেস্ট খেলুড়ে দেশগুলোর খেলা বাংলাদেশের জন্য সহজলভ্য হয়ে উঠে। কিন্তু হলে কী হবে? টেস্ট খেলার প্রতি বাংলার জনগণের আগ্রহ সেভাবে বেড়ে উঠেনি। যত আগ্রহ ওয়ানডে আর টি-টোয়েন্টি ঘিরেই। তইতো রঙিন পোশাকের ম্যাচের জন্য দর্শকদের লম্বা লাইন পড়ে যায়। টিকিটের জন্য হাহাকারও সৃষ্টি হয়। কিন্তু টেস্ট ক্রিকেটে গ্যালারি প্রায় ফাঁকাই থাকে। যে কারণে টিকিটের মূল্যও রাখা হয় কম। তারপরও দর্শক ঘাটতি থেকেই যায়। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজের জন্য সর্বনিম্ন টিকিটের মূল্য রাখা হয়েছে মাত্র ৫০ টাকা। বিপরীতে সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা।
এবারের সিরিজ শুরু হবে চট্টগ্রামে ১৫ মে। ৫০ টাকা মূল্যের টিকিট দিয়ে দর্শকরা সাধারণ ওয়েস্টার্ন স্ট্যান্ডে খেলা দেখতে পারবেন। এ ছাড়া ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ টাকা এবং গ্রান্ড স্ট্যান্ড ও রুফটপের টিকিটের মূল্য ৫০০ টাকা রাখা হয়েছে।
ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ মে। এখানে গ্রান্ড স্ট্যান্ড ৫০০ টাকা, ভিআইপি ৩০০ টাকা, শহীদ মোস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা, নর্দান স্ট্যান্ড ও সাউদার্ন স্ট্যান্ড ১০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০ টাকা। ঢাকা টেস্টের টিকিট মিরপুর ইনডোর স্টেডিয়ামে খেলার আগের দিন পাওয়া যাবে। আজ সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠান বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
এমপি/টিটি