লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে পাত্তাই পেল না গাজী গ্রুপ ক্রিকেটার্স
নবাগত রূপগঞ্জ টাইগার্সের কাছে যেমন পাত্তা পায়নি বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী, তেমনি লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে পাত্তা পায়নি গাজী গ্রুপ ক্রিকেটার্স। লিজেন্ডস অব রূপগঞ্জের ৭ উইকেটে ২৯১ রানের জবাব দিতে নেমে মাত্র ১৪৪ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে বোলিং করার সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের। অধিনায়ক নাঈম ইসলামের সেঞ্চুরি বঞ্চিত ৯২ রানের ইনিংসের সঙ্গে চিরাগ জানির ৪৭, রকিবুল হাসানের ৪৬ রানের ইনিংসে বড় পথ দেখায়। আর সাব্বির রহমানের মাত্র ২৫ বলে ১ ছক্কায় ও ৬ চারে ঝড়ো ৪২ রান দলীয় সংগ্রহকে গাজী গ্রুপ ক্রিকেটার্সের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। ৫০ রানে দুই ওপেনার ফিরে যাওয়ার পর নাঈম ইসলাম ব্যাট করতে নেমে রকিবুলকে নিয়ে ৮৩ রানের জুটি গড়েন। রকিবুল আউট হওয়ার পর চিরাগ জানির সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে নাঈম ইসলাম ৮৪ রান যোগ করে দলের বড় সংগ্রহের বীজ বপন করে দেন। একই সঙ্গে তিনি নিজেও সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেন। কিন্তু সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতে নাঈম ইসলাম আউট হয়ে যান কাজী অনিকের বলে ফরহাদ হোসেনের হাতে ক্যাচ ধরা পড়ে। কাজী অনিক ৩৬ রানে নেন ৩টি ও আলমগীর হোসেন ৬৫ রানে নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে রূপগঞ্জের বোলারদের তোপে পড়ে গাজী গ্রুপের ব্যাটসম্যানরা ক্রিজে মেরুদন্ড সোজা করে দাঁড়াতেই পারেননি। সর্বোচ্চ ৩৩ রানে মাহমুদুল হাসানের ব্যাট থেকে। ২৯ রান করেন অধিনায়ক আকবর আলী। লিজন্ডস অব রূপগঞ্জের হয়ে তানভীর হায়দার ও সানজিত সাহা। একটি করে উইকেটে নেন নাবিল সাদাম, শফিউল ইসলাম, চিরাগ জানি, মেহেদি হাসান রানা।
এমপি/এসআইএইচ