চ্যাম্পিয়ন্স লিগ
বেনজেমার হ্যাটট্রিকে কোয়ার্টার-ফাইনালে রিয়াল
করিম বেনজেমার হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পা রাখল রিয়াল। বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে তারকাসমৃদ্ধ পিএসজির বিপক্ষে ৩-১ গোলে জিতে কার্লো আনচেলোত্তির দল।
এদিন ম্যাচের প্রথমার্ধের অষ্টম মিনিটে এগিয়ে যেতে পারত পিএসজি। কিন্তু কিলিয়ান এমবাপের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। এর চার মিনিট পর আবারও এমবাপের নিচু শট ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক। ফলে এগিয়ে যাওয়ার সুযোগ পরপর দুইবার হাতছাড়া হয় পিএসজিরি।
তবে ২৫তম মিনিটে জানলুইজি ডোন্নারুম্মার নৈপুণ্যে বেঁচে যায় মেসির দল। দূর থেকে রিয়ালের করিম বেনজেমার বুলেট গতির শটে কোনোমতে আঙুল ছোঁয়ান পিএসজি গোলরক্ষক। এতে পোস্ট ঘেঁষে বলটি বেরিয়ে গেলে শেষ রক্ষা হয়।
এভাবে সমানতালে চলতে থাকা আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝে ৩৩ মিনিটে প্রতিপক্ষরে জালে বল পাঠিয়ে উচ্ছ্বাসে মাতেন এমবাপে। তবে ভিএআরের সাহায্যে গোল বাতিলের সিদ্ধান্ত নেন রেফারি। ফলে থেমে যায় তাদের উদযাপন।
অবশ্য হতাশায় বেশিক্ষণ ভুগতে হয়নি পিএসজিকে। কারণ নিজেদের সীমানা থেকে নেইমারের থ্রু করা বল ধরে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে ঠান্ডা মাথায় গোল আদায় করে নেন বিশ্বকাপ জয়ী তারকা এমবাপে। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তার দল।
তবে দ্বিতীয়ার্ধের খেলায় নিজেদের ভুলে একাধিক গোল হজম করতে হয় পিএসজিকে। ৭২ মিনিটে ডি-বক্সের বাইরে ফাঁকায় বল পেয়ে সুযোগ হাতছাড়া করেন ভিনিসিয়াস। অবশ্য চার মিনিটের মধ্যে মিনিটের মধ্যে দুই গোল করে দলকে এগিয়ে নেন করিম বেনজেমা।
৭৬ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন বেনজেমা। মদ্রিচের পাস ডি-বক্সে পেয়ে ঘুরেই শট নেন তিনি। এ সময় মার্কুইনহোস স্লাইড করে বাধা দেওয়ার চেষ্টা করলেও তার পায়ে লেগে বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ায়।
সেই ধাক্কা কাটিয়ে না উঠতেই নিজের তৃতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন বেনজেমা। ভুল পাসে বল পেয়ে সুযোগ কাজে লাগাতে মোটেও ভুল করেননি তিনি। তার বদৌলতে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।
বাকি সময়ে আর কোনও গোল না হলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। সেই সঙ্গে এ জয়ের মধ্য দিয়ে শেষ আটে উঠে যায় তারা। অন্যদিকে পরাজয়ের গ্লানি নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয় পিএসজিকে।
এসআইএইচ