অলিম্পিকে পুরুষ ও নারী ক্রিকেট রাখার প্রস্তাব আইসিসির
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট অলিম্পিক গেমস। অথচ ১৯৯০ সাল থেকে অলিম্পিকের অংশ নয় ক্রিকেট। আইসিসি তাদের খেলা অন্তুভৃক্ত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে ২০২৮ অলিম্পিকে ছেলে ও মেয়েদের ৬ দলের টি-টেয়েন্টি ইভেন্ট রাখা প্রস্তাব করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা। আইসিসির প্রস্তাব এখন ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস আয়োজক কমিটির (এলএ২৮) টেবিলে।
যদিও সাম্প্রতিক সময়ে একাধিক বিদেশি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে যে অলিম্পিকে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে আইসিসি। তবে ক্রিকইনফো বলছে, এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইটটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, এলএ২৮-এর সংগঠকরা মার্চের মধ্যে নতুন খেলার তালিকা চুড়ান্ত করবে। এরপর চলতি বছরের অক্টোবরের দিকে মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভায় তালিকা চুড়ান্ত করা হবে।
আইসিসির প্রস্তাব গৃহীত হলে, আইসিসি একটি ডেডলাইন বেধে দিবে। ওই সময়কালে র্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়ে থাকা ছেলে ও মেয়েদের দলগুলো অলিম্পিকে খেলার সুযোগ পাবে। আইসিসি এখনো টুর্নামেন্টের রূপরেখা চুড়ান্ত করেনি। আপাতত এলএ২৮ সংগঠকদের সম্মতির অপেক্ষায় তারা।
এএজেড