প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন
প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২২ শুরু হয়েছে। শুক্রবার (২৩-১২-২০২২) ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন অ্যাডজুটেন্ট জেনারেল ও আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মোশফেকুর।
অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে এ টুর্নামেন্ট চলবে। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভাটারান। এতে ৭৫০ জন গলফার অংশ নিয়েছেন বলে আর্মি গলফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ও অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও রশীদ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ নুর জিলানী, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মনজুর সিদ্দিকী।
আগামী (৩১ ডিসেম্বর) শনিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।
এসএন/এসএন