মহিলা ক্রীড়া সংস্থার সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন

কুমিল্লা জেলা মহিলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের সুইমিংপুলে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিণী বেগম মাহমুদা খাতুন যুথী।
এসময় মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ফারজানা ফেরদৌস, সাধারণ সম্পাদক রাশেদা রহমান, নারী নেত্রী পাপড়ি বসু, সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভুইয়াসহ মহিলা ক্রীড়া সংস্থার নেত্রী ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
সাঁতার প্রতিযোগিতায় কুমিল্লা শহরের ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এএজেড
