কমনওয়েলথ গেমস বক্সিংয়ে হোসেন আলীর বিদায়
বার্মিংহামে কমনওয়েলথ গেমসের বক্সিংয়ে উগান্ডার ওয়েন আইজ্যাক কিবিরার কাছে ৫-০ পয়েন্টে হেরে রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশের হোসেন আলী। এদিকে বুধবার (৩ আগস্ট) মাঠে নামবেন টেবিল টেনিস দলের খেলোয়াড়রা ও হাইজাম্পে মাহফুজুর রহমান।
পুরুষদের ওয়েল্টারওয়েইট (৬৩.৫-৬৭ কেজি ওজন শ্রেণি) বিভাগে হোসেন আলী মুখোমুখি হয়েছিলেন উগান্ডার কিবিরার। হোসেন আলীর ছিল লাল জার্সি। কিবিরা ছিলেন নীল জার্সিতে। পাঁচ বিচারকের মধ্যে তিনজন হোসেন আলীকে দিয়েছেন ২৭ পয়েন্ট করে। অপর দুই বিচারক হোসেন আলীকে দেন ২৮ পয়েন্ট করে। কিবিরা ৩০ পয়েন্ট করে পেয়েছেন তিন জন বিচারকের কাছ থেকে। দুই জন বিচারক তাতে দেন ২৯ পয়েন্ট করে।
বার্মিংহামে আজ ব্যস্ত দিন কাটবেন টেবিল টেনিস খেলোয়াড়রা। নিজেদের প্রথম খেলায় মেয়েদের এককে সাদিয়া রহমান মৌ এর প্রতিপক্ষ ভানুয়াতুর রোয়ানা অ্যাবেল। সোনম সুলতানার প্রতিপক্ষ সলোমন দ্বীপপুঞ্জের কনি সিফি। পুরুষ এককে রামহিম লিয়ান বম এর প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ডের ওয়েন ক্যাচকার্ট। রিফাত সাব্বির খেলবেন মালদ্বীপের মুনসিফ আহমেদ মুসার বিপক্ষে। মুহতাসিম হৃদয়ের প্রতিপক্ষ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ডেরন ডগলাস।
এদিকে পুরুষদের হাইজাম্পে অংশ নেবেন বাংলাদেশের প্রতিযোগী মাহফুজুর রহমান।
এমপি/এমএমএ/