বিদ্রোহী ১৮ জনকে বাদ দিয়েই ৩৭ নারী ফুটবলারের সঙ্গে বাফুফের চুক্তি
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩৭ জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে, তবে বিদ্রোহী ১৮ ফুটবলারকে বাদ দিয়েই। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অবস্থান নেয়া এই ১৮ ফুটবলার এখনো অনড় অবস্থানে রয়েছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল তাদেরকে অনুশীলনে ফিরতে রাজি করাতে ব্যর্থ হয়েছেন।
বাফুফে সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনভর আলোচনার পর ৩৭ ফুটবলারদের সাথে চুক্তি সই করেছে, তবে এতে বিদ্রোহী ১৮ ফুটবলারের একজনও অন্তর্ভুক্ত হয়নি। এই ফুটবলারদের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে, ক্যাম্পের চার তলা থেকে একে একে তাদেরকে দ্বিতীয় তলার সভা কক্ষে ডেকে আনা হয়।
বাফুফে ৯ ফেব্রুয়ারি জানায়, তারা ৩৫ জন ফুটবলারের সাথে চুক্তি করবে এবং যারা অনুশীলনে ফিরবে না, তাদের চুক্তির মধ্যে আনা হবে না। কিন্তু শেষ পর্যন্ত চুক্তি সম্পন্ন হয়েছে ৩৭ ফুটবলারের সঙ্গে। এই ৩৭ জনের মধ্যে সাফ চ্যাম্পিয়নশিপের সাতজন ফুটবলারও রয়েছেন।
বাফুফে নারী ফুটবলারদের ৬টি ক্যাটাগরিতে চুক্তি করেছে, এবং তাদের প্রত্যেককে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার, ২৫ হাজার, ২০ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এই চুক্তি কার্যকর হবে ২০২৫ সালের ১৫ জানুয়ারি থেকে, যখন ক্যাম্পে যোগ দেবেন এই ফুটবলরা।
এদিকে, বিদ্রোহী ১৮ ফুটবলার বাফুফে ভবনেই অবস্থান করছেন, আর তাদের সামনে দিয়েই জুনিয়র ফুটবলাররা চুক্তি স্বাক্ষর করে তাদের কক্ষে ফিরেছেন।