সেভিয়াকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সেলোনা

ছবিঃ সংগৃহীত
ধুঁকতে থাকা সেভিয়ার বিপক্ষে রবিবার লা লিগায় ৪-১ গোলে জিতলো বার্সেলোনা। স্কোর দেখে সহজ মনে হলেও জয় পেতে ঘাম ছুটেছে কাতালান জায়ান্টদের। একজন কম নিয়ে খেলে পাওয়া তিন পয়েন্টে শীর্ষ দল রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ঘুচিয়েছে তারা।
এই জয়ে তিনে থাকা বার্সার মোট পয়েন্ট ৪৮, দ্বিতীয় দল অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে এক এবং শীর্ষ দল রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট দূরত্বে তারা। আগের দিন দুই মাদ্রিদের ১-১ গোলে ড্রয়ের সুযোগের সদ্ব্যবহার করলো হ্যান্সি ফ্লিকের দল।
রবার্ট লেভানডোভস্কি সপ্তম মিনিটে গোলমুখের খুব কাছ থেকে লক্ষ্যভেদী শটে বার্সাকে এগিয়ে দেন। কিন্তু এক মিনিট পর কাউন্টার অ্যাটাক থেকে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান রুবেন ভারগাস।
দুই দল সমতায় থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের দুই মিনিট পর বদলি খেলোয়াড় ফারমিন লোপেজের গোলে ফের এগিয়ে যায় বার্সা। বক্সের বাইরে থেকে ৫৬তম মিনিটে চমৎকার স্ট্রাইকে ব্যবধান বাড়ান রাফিনিয়া।
পাঁচ মিনিট পর জিব্রিল শোকে পদাঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন লোপেজ। ১০ জন নিয়ে বাকি সময় খেলেও সেভিয়াকে আটকে রাখতে সফল হয় বার্সা। এবং ৮৯তম মিনিটে এরিক গার্সিয়ার হেডে চতুর্থ গোলও করে।
