টুইটারের পর এবার লিভারপুল কিনছেন ইলন মাস্ক!
ইলন মাস্ক। ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অধিগ্রহণের পর এবার ক্রীড়াঙ্গনেও মনোযোগ দিয়েছেন টেসলা এবং স্পেস এক্সের সিইও ইলন মাস্ক। ইংলিশ প্রিমিয়ার লিগের খ্যাতনামা ক্লাব লিভারপুল কিনতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এই তথ্যটি সরাসরি জানিয়েছেন ইলন মাস্কের বাবা, ইরল মাস্ক।
তবে, লিভারপুলের বর্তমান মালিকের পক্ষ থেকে এই আগ্রহের প্রতি কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লিভারপুলের মালিকরা ইলন মাস্কের ইচ্ছার প্রতি তেমন আগ্রহী নন।
লিভারপুল নিয়ে ইলন মাস্কের আগ্রহের কথা তার পরিবারের সদস্যরাই প্রথম জানিয়েছেন। ইলনের বাবা ইরল মাস্ক নিজেই জানিয়েছেন যে, "ইলন যদি লিভারপুলের মালিক হতে পারতেন, তবে তিনি খুব খুশি হতেন। তবে এর মানে এই নয় যে, তিনি লিভারপুল কিনে নিচ্ছেন। তিনি শুধু বলেছেন, যদি সম্ভব হয়, তবে এটি তার জন্য ভালো হবে।"
লিভারপুল কেন? এর উত্তরও পাওয়া গেছে ইলন মাস্কের পিতার কথায়। তিনি বলেন, "ইলনের ঠাকুমা লিভারপুলে জন্মগ্রহণ করেছিলেন। তাছাড়া আমাদের সেখানে আত্মীয়-স্বজনও রয়েছে। সুতরাং, লিভারপুলের সঙ্গে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে।"
এদিকে, ইলন মাস্কের আগ্রহের বিষয়টি সত্যিই বাস্তবে পরিণত হবে কিনা, সেটি এখনো অনিশ্চিত। তবে একেবারে অবাস্তবও নয়, কারণ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির জন্য ক্রীড়াঙ্গনে এমন বিশাল একটি বিনিয়োগ নতুন কোনো ব্যাপার নয়।