মায়োর্কাকে উড়িয়ে দিয়ে গোল উৎসব করল বার্সেলোনা
ছবি: সংগৃহীত
টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ে ফিরতে মরিয়া ছিল বার্সেলোনা। মৌসুমের শুরুতে উড়তে থাকা বার্সেলোনা যেন নিজেদের হারিয়ে খুঁজছিল। তবে জয়ে ফিরতে মরিয়া থাকা হান্সি ফ্লিকের দল অবশেষে ঘুরে দাঁড়িয়েছে। রিয়াল মায়োর্কার বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটি ৫-১ গোলে জিতেছে বার্সেলোনা। চারটি গোল করেছে তারা দ্বিতীয়ার্ধে। শুরুতে ফেররান তরেস সফরকারীদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান মারিকি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দলকে ফের এগিয়ে নেওয়ার পর নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান রাফিনিয়া। বদলি নেমে পরের দুটি গোল করেন ফ্রেংকি ডি ইয়ং ও পাউ ভিক্তর।
লিগে গত তিন রাউন্ডে রেয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে হারের পর সেল্তা ভিগোর সঙ্গে ২-২ ড্র এবং এরপর লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা।
জয়ে ফেরার লক্ষ্যে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় কাতালান দলটি। দানি ওলমোর পায়ে লেগে যাওয়া বল বক্সের ভেতর ক্লিয়ারের চেষ্টায় সতীর্থের পায়ে মারেন মায়োর্কার এক ডিফেন্ডার। আলগা বলে শট নেন ফেররান, গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ায় বল। ১৯তম মিনিটে আলেহান্দ্রো বাল্দের পাসে বক্সে ফেররানের ভলি ফিরিয়ে দেন গোলরক্ষক। দুই মিনিট পর রাফিনিয়ার পাস বক্সে ভালো পজিশনে পেয়ে বাইরে মারেন শুরুর একাদশে ফেরা লামিনে ইয়ামাল। ৪৩তম মিনিটে সমতা ফেরায় মায়োর্কা। অফসাইডের ফাঁদ এড়িয়ে বল ধরে বক্সে ঢুকে অন্য পাশে পাস দেন পাবলো মাফিও, ফাঁকা জালে বল পাঠান মারিকি।
প্রথমার্ধের যোগ করা সময়ে ফের এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি রাফিনিয়া। ওয়ান-অন-ওয়ানে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রচেষ্টা পা দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। পরক্ষণে কোনাকুনি শট লক্ষ্যে রাখতে পারেননি ইয়ামাল।
৫৩তম মিনিটে বক্সের বাইরে থেকে রাফিনিয়ার ফ্রি-কিক ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন গোলরক্ষক। তিন মিনিট পরই সফল স্পট-কিকে দলকে আবার এগিয়ে নেন রাফিনিয়া। ইয়ামালকে বক্সে মায়োর্কার এক ডিফেন্ডার ফেলে দিলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
৭৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান রাফিনিয়া। ডান দিক থেকে ইয়ামালের চমৎকার পাস পেয়ে ছয় গজ বক্সের মুখে পায়ের টোকায় বল জালে পাঠান ব্রাজিলিয়ান তারকা।
এবারের লা লিগায় ১৬ ম্যাচে রাফিনিয়ার গোল হলো ১১টি। ১৫ গোল নিয়ে চূড়ায় আছেন তার সতীর্থ রবের্ত লেভানদোভস্কি, যাকে এই ম্যাচে বিশ্রাম দেন কোচ। এই মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে রাফিনিয়ার গোল এখন ১৬টি।
৭২তম মিনিটে ওলমোর বদলি নামার দুই মিনিট পরই জালের দেখা পান ডি ইয়ং। বক্সে মায়োর্কার এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর ছুটে গিয়ে জালে পাঠান ডাচ মিডফিল্ডার। ৮৪তম মিনিটে দলের পরের গোলেও অবদান রাখেন তিনি। তার কাট-ব্যাক পেয়ে কাছ থেকে ঠিকানা খুঁজে নেন ৭৩তম মিনিটে ফেররানের বদলি নামা ভিক্তর।
১৬ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৩৭। দুই ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ। বার্সেলোনার সমান ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে মায়োর্কা।