বছরের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা: ভোরে জমজমাট লড়াই
ছবি: সংগৃহীত
২০২৪ সাল শেষ হতে বাকি দেড় মাস। তবে আন্তর্জাতিক ফুটবলের জন্য এই বছর বিদায় নিতে যাচ্ছে খুব শিগগিরই। আর সেই বিদায়ের আগমুহূর্তে মাঠে নামছে লাতিন ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার ভোরে মুখোমুখি হবে দল দুটি।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেরুর বিপক্ষে লড়বে বাংলাদেশ সময় সকাল ৬টায়। তবে এই ম্যাচের আগে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে লিওনেল স্কালোনির দল। প্যারাগুয়ের বিপক্ষে তিক্ত হার সামলে ওঠার চেষ্টা করলেও দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। অন্তত ছয়জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাঠের বাইরে। সবশেষ ক্রিশ্চিয়ান রোমেরো চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন।
প্র্যাকটিস সেশনে বেশ কয়েকটি পরিবর্তনের আভাস দিয়েছেন স্কালোনি। গণমাধ্যম সূত্রে জানা গেছে, রক্ষণভাগে কুতি রোমেরোর জায়গায় নিকোলাস বালের্দি এবং নাহুয়েল মোলিনার বদলে খেলবেন গঞ্জালো মন্তিয়েল। তবে স্কালোনি ম্যাচের আগের দিন কোনো মন্তব্য করেননি।
অন্যদিকে, সকাল ৬টা ৪৫ মিনিটে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। দরিভাল জুনিয়রের অধীনে কোপা আমেরিকায় হতাশাজনক পারফরম্যান্স এবং টানা খারাপ ফলাফল সেলেসাওদের চাপে রেখেছে। যদিও অক্টোবর উইন্ডোতে টানা দুই জয় নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল, তবে শেষ ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে আবার ছন্দ হারিয়েছে তারা।
উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের শেষ স্মৃতিও সুখকর নয়। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল দলটিকে। তবে এবার জয়ের মাধ্যমে বছর শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা।
কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে কলম্বিয়া। আর ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ব্রাজিল।
আর্জেন্টিনা-পেরু ও ব্রাজিল-উরুগুয়ে ম্যাচগুলো শুধু বছরের শেষ আন্তর্জাতিক ফুটবল নয়, বরং বিশ্বকাপ বাছাইপর্বের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই লাতিন পরাশক্তির ভক্তরা ভোরে ঘুম ছেড়ে দেখতে বসবেন জমজমাট লড়াই।