ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ বরখাস্ত, অন্তর্বর্তীকালীন দায়িত্বে রুড ফন নিস্টলরয়
ছবি: সংগৃহীত
গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডের ধৈর্যের বাঁধ ভেঙেছে। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে হারের ২৪ ঘণ্টার মধ্যেই বরখাস্ত করা হলো কোচ এরিক টেন হাগকে। ডাচ এই কোচের বিদায়ে ক্লাবের পারফরম্যান্সের দীর্ঘমেয়াদী সমস্যা এবং পুনর্গঠনের চাপ স্পষ্ট হয়ে উঠল।
২০২২ সালের এপ্রিলে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন টেন হাগ। দায়িত্ব নেওয়ার পর থেকেই মিশ্র পারফরম্যান্সের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। কয়েকবার বরখাস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও মাঝে মধ্যে ভালো পারফরম্যান্স দেখিয়ে নিজেকে রক্ষা করেছেন। ইউনাইটেডের সাথে তার চুক্তি ছিল চলতি মৌসুমের শেষ পর্যন্ত, যা গত মৌসুমের পারফরম্যান্স মূল্যায়ন করে ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে এই মৌসুমের হতাশাজনক পারফরম্যান্সে সেই ধৈর্য আর ধরে রাখতে পারল না ইউনাইটেড ম্যানেজম্যান্ট।
চলতি মৌসুমে ৯ ম্যাচে মাত্র ৩ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ১৪তম স্থানে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ ওয়েস্টহ্যামের মাঠে পরাজয়ের পর কোচ টেন হাগকে বরখাস্ত করার কঠিন সিদ্ধান্ত নেয় ইউনাইটেড ম্যানেজম্যান্ট।
টেন হাগের বিদায়ের পর তার সহকারী এবং ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার রুড ফন নিস্টলরয়কে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব প্রদান করা হয়েছে। ইউনাইটেডের কোচ হিসেবে নিস্টলরয়ের দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে দলটি পুনর্গঠন ও পুনর্জাগরণের জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে।