শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ | ১ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বুকে ক্যামেরা নিয়ে খেলবেন মেসি, লাইভ হবে টিকটকে

ঢাকাপ্রকাশ গ্রাফিক্স

ইনজুরি কাঁটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনে দীর্ঘ দিন পর মাঠে ফিরেছেন লিওনেল মেসি। কয়েকদিন আগে দেশের হয়ে করেছেন হ্যাটট্রিকও। এবার এই কিংবদন্তি ফুটবলারকে নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ এবং তার ক্লাব ইন্টার মায়ামি।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার কাপের প্রতি ম্যাচে মেসির বুকে থাকবে একটি ক্যামেরা। সেই ক্যামেরার ফুটেজ লাইভ স্ট্রেমিং করে দেখানো হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটিকে।

শনিবার (২৬ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। এমএলএস এবং ইন্টার মায়ামির অফিসিয়াল টিকটকে চলবে সেই লাইভ।

মেজর লিগ সকার কর্তৃপক্ষ এর নাম দিয়েছে ‘দ্য প্লেয়ার্স স্পটলাইট’। তবে মেসি ভক্তদের অনেকেই এটাকে ‘মেসি ক্যাম’ বলে ডাকছেন।

এই উদ্যোগের লক্ষ্য হলো, শুধু ভক্তদের তাদের প্রিয় তারকার আরও কাছাকাছি নিয়ে আসা। ফুটবলের উপস্থাপনায় একটি মাইলফলক হতে পারে এমএলএসের এই উদ্যোগ। যেখানে সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তিকে এক এক করে ফুটবলের সম্প্রচারে সফলভাবে সংযুক্ত করা হচ্ছে।

মেসি যখন দৌড়াবেন, গোল করবেন, অ্যাসিস্টের জন্য বল বাড়িয়ে দিবেন বা উদযাপন করবেন তখন তিনি কি দেখেন তা দেখতে পাবে সমর্থকরা। এই কিংবদন্তির ভিশন বা ফিল স্ক্যানিং নিয়ে ফুটবলপ্রেমিদের কৌতুহলের শেষ নেই। তাদের মনের খোরাক মেটাবে এই মেসি ক্যাম।

Header Ad

এখনই সন্তান নিতে চাননি কাঞ্চন, শোনেননি শ্রীময়ী

এখনই সন্তান নিতে চাননি কাঞ্চন, শোনেননি শ্রীময়ী। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে টালিউডের অন্যতম চর্চিত জুটি হচ্ছে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সদ্যই কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন পশ্চিমবঙ্গের এ তারকা দম্পতি। মেয়ের নাম রেখেছেন ‘কৃষভি’। কিন্তু এখনই নাকি সন্তান নিতেই চাননি কাঞ্চন। এত তাড়াতাড়ি মা হতে নিষেধ করেছিলেন শ্রীময়ীকে। তবে স্বামীর কোনো বারণই শোনেননি অভিনেত্রী।

গত ২ নভেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন শ্রীময়ী। এরপর থেকেই মেয়েকে নিয়ে নানান ব্যস্ততায় দিন কাটছে তাদের। কিন্তু তৃতীয় স্ত্রী এত তাড়াতাড়ি সন্তানের মা হোক, সেটা একবারেই চাননি কাঞ্চন! সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শ্রীময়ী।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, দোল পূর্ণিমার সময়ই জানতে পারি, মা হতে চলেছি আমি। কিন্তু কাঞ্চন চাননি এত অল্প বয়সে মা হই। সে আমাকে বলেছিল ২৭ বছরেই মা হবি? আর একটু সময় নে।

 

ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, কিন্তু আমরা একসঙ্গে এত ঘুরেছি। সময় কাটিয়েছি, বাড়িতে একা থেকেছি। তাই আর সময় নষ্ট করতে চাইনি। চেয়েছিলাম যাতে এবার তিনজন একসঙ্গে সময় কাটাতে পারি। ফলে স্বামী নিষেধ করলেও মা হওয়ার সিদ্ধান্তটা আমিই নিয়েছি।

শ্রীময়ীর ভাষ্য, বর্তমানে মেয়েকে নিয়ে রাতে জেগে থাকতে হচ্ছে তাকে। যদিও এতে কোনো কষ্ট নেই তার। তিনি কখনও ক্লান্ত হলে মেয়েকে কোলে নিয়ে বসে থাকেন বাবা। ফলে বোঝাই যাচ্ছে, ছোট্ট কৃষভিকে ঘিরে মল্লিক বাড়ির আনন্দের সীমা নেই এখন।

মেয়ে দেখতে পুরো বাবার মতোই হয়েছে উল্লেখ করে অভিনেত্রী জানান, গায়ের রং গোলাপি।

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে করেন কাঞ্চন-শ্রীময়ী। এরপর গেল ২ মার্চ সামাজিক রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

Header Ad

যত দ্রুত নির্বাচন, ততই জনগণের কল্যাণ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ নভেম্বর) জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিলে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার মাধ্যমে অন্ততর্বর্তী সরকার গঠন হয়েছে। যেখানে স্পষ্ট করে বলা আছে, তারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। সেজন্য আমরা তাদের সমর্থন দিচ্ছি। তাদের পাশে আছি।

দ্রুত সংস্কার কাজ শেষ করার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘নির্বাচন কেন্দ্রিক যেসব সংস্কারগুলো আছে তা দ্রুত সংস্কার করতে হবে। আইন, প্রশাসন ও বিচারবিভাগের সংস্কারের মাধ্যমে যত দ্রুত নির্বাচনে যাবে বর্তমান সরকার, ততই দেশের মানুষের জন্য কল্যাণ হবে।’

এ সময় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, অতীতে যেভাবে বিএনপি তাদের ইমেজ ধরে রেখেছিল, ঠিক একইভাবে বিএনপিকে আগের মতো করে ইমেজ ধরে রাখতে হবে। জনগণের পাশে থাকতে হবে।

গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আহ্বান জানান, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলন-সংগ্রাম করছে গণতন্ত্র প্রতিষ্ঠায়। সেখান থেকে যেনো বিএনপি পিছিয়ে না পড়ি।

Header Ad

টিকটকার মুন্নি হত্যা: গণধর্ষণের পর হত্যার প্রকৃত রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

ছবি : ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় আলোচিত টিকটকার খালেদা আক্তার মুন্নি হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। মুন্নিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম জানান, গত ৯ নভেম্বর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের খোয়াজ আলী শেখের মেয়ে খালেদা আক্তার মুন্নি (১৮) হাটবোয়ালিয়া বাজারে কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সেদিন সন্ধ্যায় তিনি মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করে জানান, কেনাকাটা করতে দেরি হওয়ায় তিনি আলমডাঙ্গায় খালার বাসায় থাকবেন।

পরবর্তীতে, ১৪ নভেম্বর সকালে বোয়ালমারি এলাকায় একটি জঙ্গলের ভেতর থেকে অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা শরীরে থাকা ট্যাটুর মাধ্যমে মরদেহটি মুন্নির বলে শনাক্ত করেন।

মুন্নির মা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করলে জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম, দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে নির্দেশ দেন। তার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম ও আনিসুজ্জামানের নেতৃত্বে পুলিশের একাধিক টিম তদন্তে নামে।

ডিবি পুলিশ ১৫ নভেম্বর রাত আড়াইটায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন চুয়াডাঙ্গার হাজরা হাটি গ্রামের শেখ পাড়ার টোকন আলীর ছেলে মানিক আলী ওরফে মানিক মুন্সি (২২) এবং একই গ্রামের মইদুল ইসলামের ছেলে পারভেজ মুন্সি ওরফে স্বপন (১৯)।

আসামি মানিক মুন্সি পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, ৬ নভেম্বর মুন্নিকে অনৈতিক সম্পর্কে জড়ানোর জন্য তার সঙ্গে দেখা করে এবং স্থানীয়দের মাধ্যমে ব্ল্যাকমেইল করে ২০ হাজার টাকা আদায় করেন। এতে ক্ষুব্ধ হয়ে মানিক প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন।

৯ নভেম্বর মানিক মুন্সি মুন্নিকে ফোন করে তাকে ২০ হাজার টাকার বিনিময়ে সারারাত থাকার প্রস্তাব দেন। মুন্নি রাজি হলে সন্ধ্যায় তাকে বোয়ালমারি শ্মশান এলাকার জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে মানিক ও তার সহযোগী পারভেজ মুন্সি পালাক্রমে মুন্নির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পারভেজ সেখান থেকে চলে গেলে মানিক একাধিকবার মুন্নিকে শারীরিক নির্যাতন করেন। পরে মুন্নি টাকা নিতে অস্বীকৃতি জানালে এবং চিৎকার করলে মানিক তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন।

পরে মানিক মুন্নির হাত ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ জঙ্গলে ফেলে দেন এবং তার শপিং ব্যাগ ও জুতা নদীতে ফেলে দেন।

গ্রেপ্তার দুই আসামি বিজ্ঞ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। চুয়াডাঙ্গা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আইনি প্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে।

পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, "এই নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।"

এ ঘটনাটি চুয়াডাঙ্গা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয় জনগণ দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

এখনই সন্তান নিতে চাননি কাঞ্চন, শোনেননি শ্রীময়ী
যত দ্রুত নির্বাচন, ততই জনগণের কল্যাণ: মির্জা ফখরুল
টিকটকার মুন্নি হত্যা: গণধর্ষণের পর হত্যার প্রকৃত রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
আফ্রিদির বিয়ের পর দীঘি বললেন ‘আল্লাহ বাঁচিয়েছে’
জানা গেল পুরুষদের নিঃসন্তান থাকার পেছনে আসল কারণ
যেভাবে শাহরুখের দেখা পেলেন বাংলাদেশি ভক্ত
ইউটিউবারের কাছে হারলেন বক্সিং কিংবদন্তি মাইক টাইসন
উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগে আলোচনা হয়নি : সমাজকল্যাণ উপদেষ্টা
নবান্ন উৎসবে মুখরিত চারুকলা
পল্লবীতে ২ ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা
বাড়ছে শীতের প্রকোপ, ১৫ ডিগ্রির ঘরে তাপমাত্রা
পরিচালকের নেশা মিশ্রিত চকোলেট খেয়ে বিপাকে অভিনেত্রী
ডেনমার্ককে খাদের কিনারায় রেখে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন
হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন লেভিট
ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা
সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন
আসছে আদর-বুবলীর ‘পিনিক’
ভারতের হাসপাতালে ভয়াবহ আগুন, ১০ শিশুর মৃত্যু
স্যামসন-তিলকের জোড়া সেঞ্চুরিতে সিরিজ জিতল ভারত
বাংলাদেশ-পাকিস্তান সমুদ্র যোগাযোগ চালু, ভারতের উদ্বেগ