ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বজয়ের নায়ক ইনিয়েস্তা
আন্দ্রে ইনিয়েস্তা। ছবি: সংগৃহীত
২০১০ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের বয়স তখন ১১৬ মিনিট। ক্রমশ পেনাল্টি শুট-আউটের দিকে এগোচ্ছে ফাইনাল। সেই সময়ে জ্বলে উঠলেন এক ব্যক্তি। স্পেনের জার্সি পরা সেই ফুটবলারের শট জড়িয়ে গেল নেদারল্যান্ডসের জালে। ওই এক গোলেই প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। আর স্পেনের সেই মহানায়ক অবশেষে বিদায় জানালেন ফুটবলকে। অবসর নিলেন আন্দ্রে ইনিয়েস্তা।
নিজের ঘনিষ্ঠ মহলে কাছে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন ৪০ বছর বয়সী তারকা। যেখানে আগামী ৮ অক্টোবর শেষবার মাঠে নামবেন তিনি। ইনিয়েস্তাকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার হিসাবে বিবেচনা করা হয়।
তিনি ১৯৯৬ সালে বার্সেলোনার যুব দলে যোগ দেন। এরপর ২০১৮ পর্যন্ত তিনি লাল-নীল জার্সি গায়েই খেলেছেন। ২০১৮ সালে যোগ দেন জাপানের ক্লাব ভিসেল কোবেতে। পাঁচ বছর জাপানে খেলার পর ২০২৩ সালে তিনি যোগ দেন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেতাসে।
ক্যাম্প ন্যু ছাড়ার আগে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৬৭৪টি ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। তিনি কাতালান জায়ান্টদের হয়ে হয়ে নয়বার লা লিগা এবং চার বার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।
নিজ দেশ স্পেনের অনূর্ধ্ব ১৫ থেকে অনূর্ধ্ব ২১ পর্যন্ত সব বয়স ভিত্তিক দলের হয়েছে খেলেছেন তিনি। স্পেনের সিনিয়র জাতীয় দলের হয়ে খেলেছেন ১৩১টি ম্যাচ। ২০০৮ সালের ইউরো কাপ এবং ২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
ইনিয়েস্তা ক্লাব ফুটবলে লিওনেল মেসি, জাভি, জেরার্ড পিকে, লুইস সুয়ারেজদের মতো বড় তারকাদের সঙ্গে খেলেছেন। ক্লাব ফুটবল হোক বা আন্তর্জাতিক ফুটবল, সর্বত্র সমান দক্ষতায় নিজেকে মেলে ধরেছেন। তার অবসরের সিদ্ধান্ত একটি যুগের অবসান।
এর আগে ২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ইনিয়েস্তা।