বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়ার ঘোষণা তাবিথ আউয়ালের
সংবাদ সম্মেলনে তাবিথ আওয়াল। ছবি: সংগৃহীত
বেশ কিছু দিন ধরে গুঞ্জন ছিল আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচন করবেন তাবিথ আওয়াল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাফুফের সাবেক এই সহ-সভাপতি।
দিনকয়েক আগে বাফুফে সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েছিলেন তরফদার রুহুল আমিন। এবার একই পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন সাবেক বাফুফে সহ-সভাপতি তাবিথ আউয়াল।
সোমবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিলেন এই ফুটবল সংগঠক।
এ সময় তিনি বলেন, এতোদিন জল্পনা-কল্পনা ছিল আমি বাফুফে নির্বাচন করব কি না। হ্যাঁ, আমি বাফুফে নির্বাচন করব। আগামী বাফুফে নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। আমি আশাবাদী আমি জিতব।
তাবিথ আউয়াল জানান, আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত হওয়ার পর সভাপতি হিসেবে তার লক্ষ্য কী হবে, ইশতেহার কেমন হবে- তা পরে জানাবেন। তবে তার প্রতিদ্বন্দ্বিতার ধরণ কেমন হবে, পূর্ণাঙ্গ না আংশিক প্যানেল, নাকি প্যানেল ছাড়াই নির্বাচনে আসবেন তিনি, সে বিষয়েও কিছু জানাননি তাবিথ।
শুধু এটুকুই বলেন, সবকিছু আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতা শুরুর পরপরই জানাবেন তিনি।
উল্লেখ্য, বাফুফেতে এর আগে দুইবার সহ-সভাপতি পদে ছিলেন তাবিথ আউয়াল। ২০১২ থেকে ২০২০ পর্যন্ত টানা দুবার নির্বাচিত সহ-সভাপতি ছিলেন তিনি। ২০২০ সালে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে অবশ্য হেরে যান এই ক্রীড়া সংগঠক। আবারও তিনি নির্বাচনে অংশ নিতে চলেছেন। এবার সরাসরি সভাপতি হতে চাচ্ছেন তিনি।