জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুলের বাড়িতে হামলা
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামের চট্টগ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সাবেক জাতীয় ফুটবলার ও মামুনুলের বন্ধু জাহিদ হাসান এমিলি।
গতকাল শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমিলি লিখেছেন, ‘আমার বন্ধু মামুনুল ইসলাম মামুন, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। তার বাসায় কিছুক্ষণ আগে সন্ত্রাসী হামলা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই।’
হামলার বিষয়কে একটি গণমাধ্যমকে ফুটবলার মামুনুল বলেছেন, স্থানীয় একটি ক্লাবের জায়গা দখলকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। দেশের পরিস্থিতির কারণে ক্লাবের কার্যক্রম ছিল না। এই সুযোগে কে বা কারা এসে ক্লাবে তালা মেরে যায়। সেই তালা খোলা নিয়ে শুক্রবার কথা কাটাকাটি হয়।
এরপর মামুনুলসহ ক্লাবের পক্ষ থেকে কয়েকজন থানায় জিডি করতে গিয়েছিলেন। থানায় থাকা অবস্থাতেই বাড়িতে হামলা হয়েছে বলে জানিয়েছেন মামুনুল। এই হামলার জন্য তিনি দুজন রাজনৈতিক নেতা, দুই কিশোর গ্যাংয়ের সদস্যসহ চারজনকে দায়ী করেছেন। চলছে মামলার প্রস্তুতি। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) মামলা দায়ের হওয়ার কথা আছে।