স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন সাফজয়ী মিরাজুল ইসলাম
মেসির মতো ট্রফি নিয়ে ঘুমিয়ে আছেন সাফজয়ী ফুটবলার মিরাজুল ইসলাম। ছবি: সংগৃহীত
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে মেসির ঘুমিয়ে থাকার আইকনিক সেই দৃশ্যটি রীতিমত ট্রেন্ডে পরিণত হয়েছে। ট্রফি জিতে এমন ছবি দেওয়ার স্বপ্ন অনেকেরেই। তাদেরই একজন সাফজয়ী ফুটবলার মিরাজুল ইসলাম। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন এই তরুণ ফুটবলার।
প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। গ্রুপপর্বে হারের প্রতিশোধ নিয়ে নেপালকে বধ করে শিরোপা জিতেছে বাংলাদেশ। বুধবার (২৮ আগস্ট) নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা।
শুধু দলীয় চ্যাম্পিয়ন ট্রফিই নয়, ব্যক্তিগত অর্জনেও বাংলাদেশের ফুটবলাররা এগিয়ে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষক তিন পুরস্কারই পেয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। টুর্নামেন্টে মাত্র দুই ম্যাচ খেলেই সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন আসিফ।
বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর ফরোয়ার্ড মিরাজুল ইসলাম। চার গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় দুই পুরস্কারই জিতেছেন। সেই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে হোটেলে ফিরে মেসিকে অনুকরণ করে তুললেন ছবি। অবশ্য মেসি শুধু চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ছবি তুললেও মিরাজুলের সঙ্গে ছিল সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার।
এছাড়াও চ্যাম্পিয়ন হওয়ার পর সৃষ্টিকর্তাকেই ধন্যবাদ জানিয়ে মিরাজুল বলেন, ‘চ্যাম্পিয়ন হয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহর সহায়তা ছাড়া এটা কখনও সম্ভব নয়। আমরা ভারতের সঙ্গে কিন্তু সেরকম ভালো খেলিনি। আল্লাহর সহায়তা ছিল, জিতেছি।’