আর্জেন্টিনার বিপক্ষে হারের পর কলম্বিয়া ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট গ্রেপ্তার
কলম্বিয়া ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
রোমাঞ্চকর একই লড়াই দিয়ে পর্দা নামলো কোপা আমেরিকার ৪৮তম আসরের। যেখানে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছে কলম্বিয়া। হারের ক্ষত তো আছেই, এর মধ্যে আরও একটি দুঃসংবাদ পেয়েছে দেশটি। ম্যাচের পর মায়ামি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কলম্বিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রামন হেসুরুন ও তার ছেলে রামন জামিল হেসুরুন।
গ্রেপ্তার রেকর্ড অনুসারে, মিডিয়ার জন্য ব্যবহৃত স্টেডিয়ামে প্রবেশের টানেলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর অভিযোগ উঠেছে হেসুরুন ও তাঁর ছেলের বিরুদ্ধে। তাঁদের গ্রেপ্তার করে স্থানীয় সময় সোমবার ভোর ৪ টা ১০ এ গিলফোর্ড নাইট সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।
গতকাল আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচের আগে স্টেডিয়ামে বিনা টিকিটের দর্শকেরা মাঠে প্রবেশের চেষ্টা করে। বিশৃঙ্খল এ পরিস্থিতিতে ম্যাচটি নির্ধারিত সময়ের প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে শুরু হয়েছিল। মায়ামি পুলিশের রিপোর্ট বলছে, সে ঘটনায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্তত ৫৫ জন বিনা টিকিটের দর্শককে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের তথ্য মতে, তাদের ১২০টির মতো ঘটনা সামলাতে হয়েছে।
কলম্বিয়া ফুটবল ফেডারেশন প্রধানকে গ্রেফতারের কারণ হিসেবে পুলিশ রিপোর্ট বলছে, সাংবাদিকদের জন্য নির্ধারিত টানেল দিয়ে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন হেসুরুন। সে সময় একজন নিরাপত্তা অফিসার তাঁদের ফেরত যেতে বলেন। এসময় তাঁরা নিরাপত্তা কর্মীদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং চিৎকার করতে শুরু করেন। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীর গায়ে হাত তোলার চেষ্টাও করেন।
এ ঘটনায় তাঁদের গ্রেপ্তারের পর স্থানীয় সময় বিকেলে আদালতে হাজির করা হয়। আদালত জানায়, জামিন পেতে হেসুরুনকে ২ হাজার ডলার জরিমানা দিতে হবে। এছাড়া তাঁর ছেলের জন্য এক হাজার ডলার জরিমানা নির্ধারণ করেছে মায়ামির স্থানীয় আদালত।
প্রসঙ্গত, ৭১ বছর বয়সী হেসুরুন কলম্বিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের দায়িত্ব সামলানোর পাশাপাশি ফিফা কাউন্সিলের হয়েও কাজ করেন। এ ছাড়া দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কনমেবলের ভাইস প্রেসিডেন্টের পদেও আছেন তিনি।