মার্টিনেজের জোড়া গোলে পেরুকে উড়িয়ে দিল আর্জেনটিনা
ছবি: সংগৃহীত
টানা ৩ জয়ে গ্রুপসেরার গৌরব সঙ্গী আর্জেন্টিনার। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এ পদভারে বিদায়ী মালা পেরুর গলে।
মূল একাদশে নেই লিওনেল মেসি, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলের মতো নিয়মিত সব মুখ। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলায় এদিন মূল খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। মেসির সঙ্গে মার্কাস আকুনিয়া ছিটকে গিয়েছিলেন ইনজুরির কারণে। আবার নিষেধাজ্ঞার কবলে ছিলেন স্কালোনি নিজেই।
কিন্তু ডাগআউটে পাবলো আইমার আর ওয়াল্টার স্যামুয়েলদের নিয়ে কিংবা মাঠে মূল একাদশের বাইরের খেলোয়াড় নামিয়ে দিয়েও আর্জেন্টিনাকে থামানো যায়নি। আরও স্পষ্ট করে বললে, থামানো যায়নি ‘এল তোরো’ খ্যাত লাউতারো মার্টিনেজকে। তার জোড়া গোলের সুবাদে টানা তিন জয় নিয়ে দাপটের সঙ্গেই কোপা আমেরিকার গ্রুপপর্ব শেষ করলো আর্জেন্টিনা।
প্রথমার্ধে এককভাবে বল চাপালেও, পেরুর শারীরিক রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায়, জালের দেখা পায়নি আলবিসেলেস্তেরা। তবে বিরতির পরই ডি মারিয়ার থ্রু-বলে, লক্ষ্যভেদ করেন লওতারো মার্তিনেজ। এগিয়ে যায় আর্জেন্টিনা।
ম্যাচের ৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হবার কথা ছিল। কিন্তু হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টি, পোস্টে মারেন লিয়ান্দ্রো পারেদেস।
ম্যাচের ৮৬ মিনিটে নিজের জোড়া পূরণ করেন লওতারো মার্তিনেজ। বুদ্ধিদীপ্ত চিপে টুর্নামেন্টের চতুর্থ গোল আদায় করে, পেরুর ম্যাচে ফেরার ক্ষীণ আশাও শেষ করে দেন, ইন্টার মিলান তারকা।