৫ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত
অবশেষে স্বপ্ন পূরণ হলো সময়ের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পের। এবার শৈশবের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিলেন তিনি। এরইসাথে পিএসজিতে কিলিয়ান এমবাপ্পের অধ্যায়ের ইতি টানা হলো।
সোমবার (৩ জুন) রাতে এই ফরাসি সুপারস্টারের যোগ দেয়ার বিষয়টি রিয়াল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ৫ মৌসুমের জন্য এমবাপ্পেকে চুক্তি করিয়েছে তারা।
বার্নাব্যুতে দেড় কোটি ইউরোতে পাঁচ বছরের জন্য চুক্তি করেছেন এমবাপ্পে। ২৫ বছর বয়সী ফরোয়ার্ডকে সাইনিং-অন বোনাস হিসেবে দেয়া হবে সাড়ে ৮ কোটি ইউরো। চুক্তির মেয়াদে তাকে কিস্তিতে এই ফি দেয়া হবে বলে জানা গেছে।
এক ছোট্ট বিবৃতিতে এমবাপ্পের আগমনের ঘোষণা দেয় ইউরোপ চ্যাম্পিয়নরা, রিয়াল মাদ্রিদ ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে করা চুক্তি অনুযায়ী তিনি আগামী পাঁচ মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হচ্ছেন।
রিয়ালের জার্সি পরা ছোটবেলার ছবি দিয়ে সামাজিকমাধ্যমে এমবাপ্পে পোস্ট করেছেন, এবার স্বপ্ন পূরণ হলো। স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি খুব খুশি এবং গর্বিত।
তিনি আরও বলেন, কেউ বুঝতে পারবে না, আমি এখন কতোটা উত্তেজিত। মাদ্রিদিস্তাস, তোমাদের সঙ্গে দেখা করতে অধীর অপেক্ষায় আছি। তোমাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ। হালা মাদ্রিদ।
উল্লেখ্য, গত মাসেই পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এমবাপ্পে। ফরাসি ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে প্যারিসেই আটকে রাখতে অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে তারা। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় একদম মুফতেই এমবাপ্পেকে ছাড়তে হচ্ছে পিএসজির। যে কারণে তার ওপর অসন্তুষ্ট ক্লাবটির মালিক কাতারি ধনকুবের নাসের আল খেলাইফি। এমনকি এমবাপ্পের বেতন-বোনাস আটকে দেয়ার অভিযোগও উঠেছে পিএসজির বিরুদ্ধে।
এরই মধ্যে রোববার (২ জুন) বোমা ফাটান ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানান, ফেব্রুয়ারি মাসেই রিয়ালে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এমবাপ্পে। এরপর থেকে একটু একটু করে সেরেছেন দলবদলের প্রক্রিয়া। রোমানো জানিয়েছেন, রিয়ালের সঙ্গে চুক্তি করার ব্যাপারে সব ধরনের ফর্মালিটি সেরে ফেলেছেন এই তারকা। এমনকি চলতি সপ্তাহেই তার ক্লাবে যোগ দেয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে রিয়াল, এমনটাও জানিয়েছিলেন এই দলবদল বিশেষজ্ঞ।
তবে এতো তাড়াতাড়ি যে সে ঘোষণা আসবে তা হয়তো কেউই আশা করেনি। আজ রাতেই এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসলো।