এমবাপ্পের বেতন-বোনাস আটকে দিয়েছে পিএসজি!
ছবি: সংগৃহীত
চলতি মৌসুম শেষে পিএসজির সাথে চুক্তি শেষ হচ্ছে কিলিয়ান এমবাপ্পের। লিগ ও ফ্রেঞ্চ কাপের ফাইনালও শেষ। তাই সিজনে আর ম্যাচও বাকি নেই ফরাসি জায়ান্টদের। ফ্রি এজেন্ট হয়ে ক্লাব ছাড়ায় ট্রান্সফারে এমবাপ্পে অন্য ক্লাবে গেলেও আর্থিক কোনো বিনিময় পাবে না পিএসজি। শেষ দিকে এসে ক্লাবের সাথে তাই একটু সম্পর্কের অবনতিও দেখা যাচ্ছে এই ফ্রেঞ্চ সুপারস্টারের। জানা গিয়েছে, তার পূর্বের কিছু বেতন-বোনাস এখনও পরিশোধ করেনি ক্লাবটি। খবর, ফরাসি সংবাদমাধ্যম লে’কিপে।
জানা যায়, এপ্রিল মাসের বেতন দেয়া হয়নি এমবাপ্পেকে। একইসঙ্গে গত ফেব্রুয়ারিতে যে বোনাস পাওয়ার কথা ছিল তার, সেটিও আটকে দিয়েছে পিএসজি কর্তৃপক্ষ। এমনকি এই পরিস্থিতিতে আইনজীবীর শরণাপন্ন হয়েছেন তিনি। বেতন ও বোনাস মিলিয়ে সদ্যসাবেক ক্লাবের কাছে প্রায় ৮০ মিলিয়ন ইউরো পাবেন এই ফরাসি সুপারস্টার।
প্রতিবেদন অনুসারে ক্লাব দাবি করেছে, তারা ‘ভুলবশত’ তার পাওনা পরিশোধ করেনি। কিন্তু আসল ঘটনা ভিন্ন বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপজয়ী এই খেলোয়াড়কে কোণঠাসা করে ফেলতেই এই পথ ধরেছে ক্লাবটি। এমবাপ্পের ক্লাব ছাড়ার ব্যাপারটি নিয়ে মোটেও খুশি নন পিএসজির মালিক নাসের আল খেলাইফি। এ পরিস্থিতিতে পিএসজি থেকে এমবাপ্পের বিচ্ছেদ চূড়ান্ত করতে আলোচনায় বসবেন পিএসজি ও এমবাপ্পের আইনজীবী দল।
উল্লেখ্য, পিএসজিতে সাত মৌসুম কাটিয়ে ১৫টি শিরোপা জিতেছেন এমবাপ্পে। এরমধ্যে চারটি ফ্রেঞ্চ কাপের পাশাপাশি রয়েছে ছয়টি লিগ শিরোপাও। তবে ক্লাবের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে ব্যর্থ ২০১৮ ফিফা বিশ্বকাপজয়ী এই ফুটবলার।