বাজপাখি খ্যাত মার্তিনেজকে টপকে বর্ষসেরা গোলরক্ষক ব্রাজিলের ‘এডারসন’
ছবি: সংগৃহীত
বিশ্বকাপজয়ী আর্জেনটাইন বাজপাখি খ্যাত গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে পেছনে ফেলে ২০২৩ সালের আইএফএফএইচএসের বর্ষসেরা গোলরক্ষ নির্বাচিত হয়েছেন ব্রাজিলের গোলরক্ষক এডারসন। অ্যালিসন বেকারের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে এডারসনকে সেরা গোলরক্ষক নির্বাচিত করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিক্স (আইএফএফএইচএস)।
২০১৭ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে আইএফএফএইচএসের তালিকায় ধারাবাহিকভাবে সেরা ১০ জনের মধ্যে থাকতেন এডারসন। তবে তাকে বর্ষসেরার স্বীকৃতি পেতে ২০২৩ সাল পর্যন্ত অপেক্ষা করতে হলো। চলতি বছরে ম্যানচেস্টার সিটির সব ট্রফি জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এডারসন।
১৪৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজকে বেশ পেছনে ফেলে প্রথম হয়েছেন এডারসন। মার্টিনেজ এবার ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন। ২০২২ সালেও দ্বিতীয় হয়েছিলেন অ্যাস্টন ভিলার এ গোলরক্ষক। আর ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। আইএফএফএইচএসের বিবেচনায় ২০১৮ সালে বর্ষসেরা হয়েছিলেন কোর্তোয়া।
ব্রাজিলের অ্যালিসন বেকার, ক্যামেরুনের আন্দ্রে ওনানা, ইতালির জানলুইজি দন্নারুম্মার মতো গোলরক্ষকরা এ আইএফএফএইচএসের সেরা ১০ গোলরক্ষকের তালিকায় ছিলেন। এর আগে, ২০১৯ সালে অ্যালিসন বেকারকে সেরা গোলরক্ষক নির্বাচিত করেছিল আইএফএফএইচএস।