ফিলিস্তিনের পক্ষে পোস্ট দেওয়ায় ফুটবলাকে সরালো জার্মান ক্লাব
ছবি : সংগৃহীত
ফিলিস্তিন-ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিপাকে পড়েছেন ডাচ উইঙ্গার আনওয়ার আল গাজী। তার সঙ্গে চুক্তি বাতিল করেছে জার্মান ক্লাব মেইঞ্জ। শুক্রবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে ক্লাবটি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের পক্ষে পোস্ট দেওয়ার কারণে গত ১৭ অক্টোবর বরখাস্ত করা হয় আল গাজীকে। এদিকে এ ঘটনার পরে সেই পোস্টটি মুছে ফেলেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। এরপর গত সোমবার তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হয়। কিন্তু বুধবার আবারও একই ইস্যুতে নতুন করে পোস্ট দেন আল গাজী। যে কারণে শেষ পর্যন্ত তার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় ক্লাবটি।
ক্লাবটি এক বিবৃতিতে জানায়, ‘এফএসভি মেইঞ্জ তাৎক্ষণিকভাবে শুক্রবার আনওয়ার আল গাজীর সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিচ্ছে। খেলোয়াড়টি সামাজিক যোগাযোগমাধ্যমে যে পোস্ট এবং মন্তব্য করেছে তার প্রতিক্রিয়া স্বরূপ ক্লাব এ ব্যবস্থা গ্রহণ করেছে।’
চুক্তি বাতিলের ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আল গাজী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় এই ডাচ ফুটবলার লিখেছেন, ‘যা সঠিক তার পক্ষে দাঁড়ান। এমনকি আপনাকে যদি একা দাঁড়াতে হয় তবু।’ এরপর ‘স্টপকিলিং’ হ্যাশট্যাগ দিয়ে আল গাজি আরও লিখেছেন, ‘গাজার নিরপরাধ ও বিপন্ন মানুষগুলোর নরক-যন্ত্রণার সঙ্গে তুলনা করলে আমার জীবিকা হারানোর ক্ষতি কিছুই নয়।’
এর আগে গত সোমবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ‘ক্লাবের মূল্যবোধকে সমুন্নত রাখা, অনুশোচনা বোধ করা এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ কাজে লাগানোর প্রতিশ্রুতি দেওয়ায় আনওয়ার আল গাজি আবার অনুশীলনে ফিরে আসবে এবং মেইঞ্জের ক্লাব-সম্পর্কিত কার্যক্রমে আবার যুক্ত হবে।’