২০ বছর পর চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসল
গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেশনের শঙ্কায় ছিল নিউক্যাসল ইউনাইটেড। সেই ভয় জয় করে ইংল্যান্ডের টপ-ফ্লাইটে টিকে থাকে ক্লাবটি। কঠিন সেই সময় পেছনে চলতি মৌসুমে দেখাল চমক। টেবিলের সেরা চার নিশ্চিত করে সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে নিউক্যাসল।
সোমবার (২২ মে) রাতে লেস্টার সিটির সঙ্গে ড্র করেছে নিউক্যাসল। ৩৭ ম্যাচে তাদের অর্জন ৭০ পয়েন্ট। লিগের বাকি ম্যাচে ফল যাই হোক না কেন, টেবিলে সেরা চারের বাইরে যাওয়ার সুযোগ নেই তাদের। ২০ বছর পর ইউরোপ সেরা টুর্নামেন্টে ফিরল তারা। সবশেষ খেলেছিল ২০০৩ সালে।
নিউক্যাসল বদলে গেছে এডি হাউয়ের ছোঁয়ায়। ২০২১ সালের ৮ নভেম্বর যখন তিনি ম্যাগপাইদের ডাগআউটের দায়িত্ব নেন, তখন প্রিমিয়ার লিগ টেবিলে ১৯তম স্থানে ছিল নিউক্যাসল। এই দলটাকেই নতুন করে গুছিয়ে সম্মানের চূড়ায় নিয়ে গেছেন হাউ।
এসজি