ক্ষতে প্রলেপ দেওয়ার স্বস্তি গার্দিওলার
প্রতিশোধের সুযোগ গড়ে দেন ভাগ্যবিধাতা। সুযোগ পেয়ে সেটা শতটা কাজে লাগিয়েছে ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদকে হারিয়ে নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। তাতে পুরোনো ক্ষতে প্রলেপ দেওয়ার স্বস্তি পেপ গার্দিওলার।
৫-১ গোল অগ্রগামিতায় ফাইনালের টিকিট কেটেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে প্রথম লেগ ড্র করেছিল ১-১ গোলে। ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগ জিতে নেয় ৪-০ গোলে।
গত মৌসুমে একই মঞ্চে একই পর্যায়ে ম্যানসিটির বিদায়ঘণ্টা বাজিয়েছিল রিয়াল। ২০২২ সালে সেমির প্রথম লেগ ৪-৩ গোলে হেরেও ফিরতি লেগে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে উঠেছিল স্প্যানিশ জায়ান্টরা। হয়েছিল চ্যাম্পিয়নও।
এ যাত্রায় সেই হারের প্রতিশোধ নিল ম্যানসিটি। গার্দিওলা বলেছেন, ‘গত মৌসুমে যা ঘটেছিল তার ১০-১৫ মিনিট পরে আমি প্রচণ্ড যন্ত্রণা অনুভব করেছিলাম। আমরা যেভাবে হেরেছিলাম, ওটা সত্যিই কঠিন ছিল। একইসঙ্গে ওই মুহূর্তে অনুভূতি ছিল যে আমাদের বিষ গিলে ফেলতে হবে।’
ম্যানসিটি বস যোগ করেন, ‘আপনাকে বিষ গিলে ফেলতে হবে। সবকিছু হজম করতে হবে। আমরা সেই পরাজয় মেনে নিয়েছিলাম এবং এক বছর পর দেখালাম যে আমাদের দলটা কতটা বিশেষ। ফুটবল এবং জীবন সর্বদা আপনাকে একটি সুযোগ দেয়। তাই কখনো হালছাড়া যাবে না এবং চেষ্টা করতে হবে।’
এসজি