বেনজেমার হ্যাটট্রিকে বার্সার বিদায়, ফাইনালে রিয়াল
ফুটবলে ব্যাক-টু-ব্যাক ম্যাচে গোল পাওয়াই কঠিন। সেখানে টানা দুই হ্যাটট্রিক করিম বেনজেমার। ভায়াদলিদের বিপক্ষের এবার মর্যাদার এল ক্লাসিকোতে জ্বলে উঠলেন ফরাসি স্ট্রাইকার। ক্যাম্প ন্যুতে করলেন তিন গোল। তাতে বার্সেলোনাকে বিদায় করে কোপা দেল রে’র ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
বুধবার রাতে সেমিফাইনালের ফিরতি লেগে বেনজেমার হ্যাটট্রিকে বার্সাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। এর আগে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে তারা হেরেছিল ১-০ গোলে। সেই হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি শিরোপা জয়ের খুব কাছে চলে গেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ফিরতি লেগের আগে ভয়টা আগেই আঁচ করতে পেরেছিলেন জাভি। তাই বার্সা কোচ তার শিষ্যদের সতর্ক করেছিলেন এভাবে, ‘রিয়াল ক্যাম্প ন্যুতে খুব সহজেই জিততে পারে।’ জাভির সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হলো। এল ক্লাসিকোর মতো ম্যাচ হেসেখেলে জিতে ফিরল অতিথিরা।
প্রথম গোল পেতে অবশ্য প্রথমার্ধের ইনজুরি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। এই অর্ধে যোগ করা সময়ে অতিথিদের এগিয়ে নেন ভিনিসিউস জুনিয়র। এরপর দ্বিতীয়ার্ধ শুরু হতেই তেতিয়ে ওঠেন বেনজেমা। ৮ মিনিটের ব্যবধানে করেন দুই গোল।
৫০ মিনিটে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। ৮ মিনিট বাদে স্কোরলাইন ৩-০ হয় তার দ্বিতীয় স্ট্রাইকে। এরপর ৮০ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি তারকা। দ্বিতীয়ার্ধে তার এমন বিধ্বংসী রূপে অসহায় আত্মসমর্পণ ছাড়া কিছুই করার ছিল না বার্সা ফুটবলারদের।
আগামী ৬ মে মাঠে গড়াবে কোপা দেল রে’র ফাইনাল। শিরোপা লড়াইয়ে লড়বে রিয়াল ও ওসাসুনা। বিলবাওকে পেছনে ওসাসুনা তাদের ক্লাব ইতিহাসে দ্বিতীয়বার কোনো ফাইনাল নিশ্চিত করেছে।
আরএ/