বিশ্বকাপ এখন অতীত, পানামা ম্যাচের আগে বললেন স্কালোনি
লিওলেন মেসির আজন্মের আক্ষেপ ঘুচেছে কাতার বিশ্বকাপে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে আর্জেন্টাইনদের। সুখকর সেই স্মৃতি আগলে মাঠে ফেরার দোরগোড়ায় লা আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ জয়ের পর প্রথম ম্যাচ খেলবে পানামার বিপক্ষে। তার আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বললেন, বিশ্বকাপ এখন অতীত।
ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রথমটি পানামার বিপক্ষে। শুক্রবার (২৪ মার্চ) সকালে বুয়েনস আইরেসে মুখোমুখি হবে দুই দল। আগামী মঙ্গলবার (২৮ মার্চ) সান্তিয়াগো দেল এস্তেরোতে বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কুরাকাও। বিশ্বকাপের পর এটাই প্রথম অ্যাসাইনমেন্ট আর্জেন্টিনার।
দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে স্কালোনি বলেছেন, ‘আমরা নিজেদের মতো উপভোগ করেছি কিন্তু বিশ্বকাপ এখন অতীত। কোচ হিসেবে এখন আমার আরেকটি লক্ষ্য আছে এবং নতুন চ্যালেঞ্জ রয়েছে। এই মুহূর্তে আমার কাজ খেলোয়াড়দের একই স্তরে রাখার চেষ্টা করা। তারাও জানে, তাদের আরামে থাকার সুযোগ নেই।’
আর্জেন্টাইন কোচ যোগ করেন, ‘যদি আমরা হারি, পরের দিন সূর্য উঠবে এবং আমরা জিতলেও সূর্য উঠবে। যাই হোক, প্রতিপক্ষকে দেখাতে হবে যে আমাদের হারানো খুব কঠিন। যেভাবে ফ্রান্স ম্যাচ শুরু করেছিলাম, একইভাবে পানামার বিপক্ষে খেলতে নামব আমরা।’
শিষ্যদেরও সতর্ক করেছেন স্কালোনি। বলেছেন, ‘যেই মাঠে নামবে সে জানবে যে সে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করছে। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে যতটা সম্ভব আধিপত্য বিস্তারের চেষ্টা করব। আর্জেন্টিনার মানুষকে আনন্দিত দেখে খেলোয়াড়রাও আনন্দিত। তবে আমরা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কারণে যা ইচ্ছা তাই করতে পারি না।’
এসজি