মেসিকে বোঝাবেন স্কালোনি, যদি...
পরের বিশ্বকাপে আর্জেন্টিনার সারথি হবেন লিওনেল মেসি? বিশ্বচ্যাম্পিয়নদের যেকোনো সংবাদ সম্মেলনে এটা এখন নিয়মিত একটি প্রশ্ন। লিওনেল স্কালোনির প্রেস ব্রিফিংয়েও এর ব্যতিক্রম কিছু ঘটল না। যথারীতি জানতে চাওয়া হলো আর্জেন্টাইন কোচের কাছে। এ যাত্রায় অবশ্য সুর পাল্টালেন স্কালোনি।
ভবিষ্যত সম্পর্কে খোদ মেসিই দিয়েছেন বক্তব্য। আর্জেন্টাইন খুদেরাজ স্পষ্ট করে দিয়েছেন, যতদিন শরীর অনুমতি দেবে, ততদিন তাকে দেখা যাবে লা আলবিসেলেস্তেদের শিবিরে। বিগত সময়ে শিষ্যের সুরে সুর মেলান স্কালোনি। মেসির ভবিষ্যৎ সিদ্ধান্ত মেসির উপরই ছেড়ে দেন তিনি।
তখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি নবায়ন হয়নি স্কালোনির, যা সম্পন্ন হয়েছে মাসখানেক আগে। নিশ্চিত হয়েছে যে ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন স্কালোনি, যার কোচিংয়ে বিশ্বকাপ ছাড়াও কোপা আমেরিকা এবং ফাইনালিসিমা জয়ের স্বাদ পেয়েছেন মেসিরা।
চুক্তি বাড়তেই সুর পাল্টালেন স্কালোনি। মঙ্গলবার (২১ মার্চ) সংবাদ সম্মেলনে মেসির ভবিষ্যৎ প্রসঙ্গে ৪৪ বছর বয়সী কোচ বলেছেন, ‘মেসি লা আলবিসেলেস্তেদের সঙ্গে খেলা চালিয়ে যাবেন যতক্ষণ সে অন্য কিছু না ভাবছে। সে জাতীয় দলে খুব সুখে আছে। যখন সে ভিন্ন কিছু ভাববে, আমি তাকে বোঝানোর চেষ্টা করব।’
এসজি