বিশ্বকাপ জয়ের পর প্রথমবার আর্জেন্টিনার অনুশীলনে মেসিরা
মাঠে ফিরেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতারে শিরোপা উল্লাসের পর প্রথমবার জাতীয় দলের অনুশীলনে একত্রিত হয়েছেন লিওলেন মেসিরা। প্রীতি ম্যাচকে সামনে রেখে সোমবার (২১ মার্চ) ইজিজায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) স্টেডিয়ামে হালকা মেজাজে অনুশীলন সেরেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) দেশের মাটিতে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। লড়াইয়ের পাশাপাশি উৎসবের জন্যও প্রস্তুত হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ জয়ের পর প্রথম ম্যাচ খেলতে নেমে এল মনুমেন্টালে ভক্তদের সঙ্গে উদযাপনে মাতবেন মেসিরা।
আলেহান্দ্রো গোমেজকে ছাড়া অনুশীলনে সবাইকে পেয়েছেন স্কালোনি, যারা দোহায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে। গোড়ালির চোটের কারণে আর্জেন্টিনা শিবিরে গোমেজকে ফেরার অনুমতি দেয়নি তার ক্লাব সেভিয়া। ইনজুরিতে বিশ্বকাপ মিস করা জিওভানি লে সেলসো এবং নিকোলাস গঞ্জালেসও ফিরেছেন জাতীয় দলে।
প্রথম দিনের অনুশীলনে ‘থ্রি স্টার’ জার্সি গায়ে ছিলেন মেসিরা। মঙ্গলবার বিকালেও (স্থানীয় সময়) অনুশীলন করবেন তারা। তারপরে সংবাদ সম্মেলনে হাজির হবেন স্কালোনি, যার অধীনে ২০২৬ বিশ্বকাপ খেলবে লা আলবিসেলেস্তেরা।
এসজি