আনচেলত্তির অভিযোগ জাভির কাছে হাস্যকর
এল ক্লাসিকো হেরে লা লিগায় আরও বিপাকে রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চেয়ে ১২ পয়েন্ট বেশি নিয়ে শিরোপা রেসে অনেকটাই এগিয়ে গেছে বার্সেলোনা। দলের এমন হারের পর ভিএআর নিয়ে অভিযোগ করেছেন কার্লো আনচেলত্তি, যা জাভি হার্নান্দেজের কাছে হাস্যকর ঠেকছে।
ক্যাম্প ন্যুতে ২-১ গোলে হারের ম্যাচে মার্কো আসেনসিওর একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। ভিডিও ক্লিপ দেখে সিদ্ধান্ত জানান ম্যাচ পরিচালক, যা মেনে নিতে পারছেন না আনচেলত্তি।
ম্যাচ শেষে রিয়াল কোচ বলেছেন, ‘আমরা একটি অফসাইডের কারণে জিততে পারিনি, সেটা নিয়ে আমরা এখনো সন্দিহান। গোলটা অফসাইড ছিল কি না তা নিশ্চিত নই। এটা নিয়ে আমাদের সন্দেহ আছে এবং এই সন্দেহ নিয়েই আমরা মাদ্রিদে ফিরে যাই।’
আনচেলত্তির অভিযোগের প্রেক্ষিতে বার্সা কোচ জাভি বলেছেন, ‘ওটা স্পষ্টতই অফসাইড। এ নিয়ে কোনো সন্দেহ নেই। মানুষ যদি এই সিদ্ধান্ত নিয়ে কথা বলে, তবে তা হাস্যকর। একেবারে পরিষ্কার অফসাইট ছিল ওটা।’
এসজি