ইউরোপা লিগ শেষ আর্সেনালের
প্রথম লেগ ড্রয়ের পরই মিকেল আর্তেতা বলেছিলেন, তার দল আর্সেনাল খুব বেশি সহজ গোল হজম করছে। ভুল বুঝতে পারলেও সেটা শুধরে নিতে পারেনি গানাররা। তারই চড়ামূল্য হিসেবে আরেকটি শিরোপা জয়ের হাতছাড়া করল প্রিমিয়ার লিগ ক্লাবটি। স্পোর্টিং সিপির কাছে টাইব্রেকারে হেরে ইউরোপা লিগ শেষ আর্সেনালের।
বৃহস্পতিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে শেষ ষোলোর ফিরতি লেগে ১-১ গোলে ড্র করে আর্সেনাল ও স্পোর্টিং সিটি। এর আগে প্রথম লেগ অমীমাংসিত ছিল ২-২ গোলে। তাতে খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্পোর্টিং।
নিজেদের আঙিনায় ফিরতি লেগে প্রথমে এগিয়ে যায় আর্সেনাল। ঊনবিংশ মিনিটে দলকে লিড উপহার দেন গ্রাণিত ঝাঁকা। এমনকি ব্যবধান ধরে রেখেই বিরতিতে যায় স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয়ার্ধে আর লিড আগলে রাখতে পারেনি তারা। পোটের স্ট্রাইকে ম্যাচে সমতায় ফেরে স্পোর্টিং।
চলতি মৌসুমে এখন কেবল প্রিমিয়ার লিগে শিরোপা উল্লাসের সুযোগ রয়েছে আর্সেনালের। ইংল্যান্ডের টপ-ফ্লাইটে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষ স্থান দখলে রেখেছে গানাররা।
এসএন