মেসিদের চ্যালেঞ্জের অপেক্ষায় ওচোয়া
পোল্যান্ডের বিরুদ্ধে হেরেই যাচ্ছিল মেক্সিকো, যদি গোলপোস্টে চীনের প্রাচীর হয়ে না দাঁড়াতেন ওচোয়া। তিনি প্রতিহত করেন রবার্ট লেভানদোভক্সির নেওয়া পেনাল্টি শটও। ম্যাচ গোলশূন্য ড্র। অধিনায়ক ও গোলরক্ষক ওচোয়ার দুর্দান্ত সাফল্যে মূলত একটি পয়েন্ট পায় মেক্সিকো।
শনিবার (২৬ নভেম্বর) 'সি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মেক্সিকো। প্রতিপক্ষ আর্জেন্টিনা। যারা কি না সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হেরে আছে ব্যাকফুটে। তবে মেক্সিকোর গোলরক্ষক ওচোয়া মনে করছেন, আর্জেন্টিনা তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিশেষ করে দলের অধিনায়ক লিওনেল মেসি। তবে সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত মেক্সিকান এই কিপার। লুসাইল স্টেডিয়ামে শনিবার মেক্সিকো ও আর্জেন্টিনার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
ম্যাচের আগে প্রতিপক্ষ শিবিরের সবচেয়ে ভয়ংকর ফরোয়ার্ড মেসিকে নিয়ে মেক্সিকান অধিনায়ক ওচোয়া বলেন, ‘আমরা উঠে দাঁড়িয়ে লড়াই করতে প্রস্তুত। মেসির মধ্যে ওই জাদু আছে। মনে হবে সে কিছুই করছে না। কিন্তু পরের মুহূর্তেই সবকিছু শেষ করে দিয়ে দেবে গোল। এটি ভালো চ্যালেঞ্জ হতে চলেছে। মোটেও সহজ হবে না। মেসি ইতিহাস ও বিশ্বের সেরাদের একজন, যদি সেরা নাও হয়। তার বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলার চেয়ে ভালো আর কিইবা হতে পারে।’
ওচোয়া মনে করেন, সেরাদের বিপক্ষে নিজেকে পরীক্ষা করার সবচেয়ে ভালো মঞ্চ বিশ্বকাপ। তিনি বলেন, ‘আমি কখনো এটি বলতে পছন্দ করি না যে, ‘এর বিপক্ষে খেলব না, ওর বিপক্ষে খেলব না কারণ তারা কঠিন।’ বরং আমি তাদের বিপক্ষে বিশ্বকাপে খেলতে চাই। আমি ভালো ম্যাচ খেলতে চাই এবং তাদের হারাতে চাই।’
এসজি