ভারতের বিদায়, ফাইনালে নেপালকে পেল বাংলাদেশ
সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক নেপাল। এর ফলে ফাইনালে স্বাগতিকদের পেল লাল-সবুজ জার্সিধারীরা।
সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথম ভারতের বিপক্ষে জয় পেয়েছে নেপাল। এ নিয়ে পঞ্চমবারের মতো ফাইনালে উঠেছে তারা। আগের পাঁচ আসরের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছিল নেপাল। কিন্তু প্রত্যেকবারই ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। তাই এবার নতুন চ্যাম্পিয়ন পাবে সাফ নারী ফুটবল।
বৃষ্টিস্নাত মাঠে সন্ধ্যায় ভারতের মুখোমুখি হয় হিমালয়ের কন্যারা। প্রথমার্ধের ইনজুরি সময়ে রাজমিতের করা একমাত্র গোলটিই জয়সূচক গোলে পরিণত হয়। প্রীতি রাই ডানদিক থেকে আক্রমণে উঠে বক্সের মধ্যে রাজমিতকে পাস দেন। রাজমিত বলের নিয়ন্ত্রণ নিয়ে জোরালো শটে ভারতের জাল কাঁপান।
দ্বিতীয়ার্ধের বেশি সময় বলের দখল ভারতের কাছে থাকলেও তারা কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। রাজমিতের গোল ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ফলে বিদায় নিতে হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে।
আগামী ১৯ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। বাংলাদেশ সময় বিকাল সোয়া ৫টার দিকে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এসজি