ভুটানকে নিয়ে গোল মেশিন সাবিনা
নারী ফুটবল দলের গোল মেশিন বলা যায় বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনকে। সাফ নারী চ্যাম্পিয়নশিপের এখন পর্যন্ত প্রতিটি আসর খেলে গোল করেছেন ২০টি। এবারর আসরে ৫ গোল করে তিনি সবার উপরে আছেন। একমাত্র ভারতের বিপক্ষে খেলা ছাড়া তিনি অপর দুই ম্যাচে গোল করেছেন এই ৫টি। যেখানে আবার পাকিস্তানের বিপক্ষে আছে হ্যাটট্রিকও। আজকের দিনের প্রথম সেমি ফাইনালের প্রতিপক্ষ ভুটানের বিপক্ষে আগের যে তিনবার বাংলাদেশ মুখোমুখি হয়েছিল, সেখানে প্রতিবারই সাবিনা গোলের দেখা পেয়েছেন।
তিনি শুধু গোলই করেন না, গোলের উৎসও তৈরি করে দেন। আজকের ম্যাচে নিজের চাওয়া নিয়ে সাবিনা বলেন, ‘প্রতিটি ম্যাচে আমি সবসময় চেষ্টা করছি আমার অভিজ্ঞতাটা কাজে লাগানোর। লক্ষ্য থাকবে আগামী ম্যাচগুলোতে সেই ধারাবাহিকতা ধরে রাখার। অবশ্যই আমি চেষ্টা করব নিজের সেরাটা দেওয়া, সুযোগ পেলে তা কাজে লাগাব।’
ভারতের বিপক্ষে গোল না পাওয়া নিয়ে সাবিনা বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে আমাদের লক্ষ্য ছিল ভালো কিছু করার। আপনারাও দেখেছেন আমরা পজিশনটা একটু নিচে ছিল। সতীর্থদের দিয়ে গোল করিয়েছি। সেটাই তো গুরুত্বপূর্ণ। দল জিতেছে, সেটাই বড় পাওয়া।’
প্রতিপক্ষ হিসেবে ভুটানকে পেয়ে তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচের আগেই আমরা ভিডিও সেশন করে থাকি। এক একটা দলের বিপক্ষে আমাদের এক এক রকম পরিকল্পনা থাকে। ভুটানকে নিয়েও আমাদের সেরকম কিছু পরিকল্পনা আছে।’
সাফে যেমন ভুটান এবারই প্রথম সেমি ফাইনাল খেলছে, তেমনি বাংলাদেশের বিপক্ষে নেই তাদের কোনো সাফল্য। এবার বিদেশি কোচের অধীনে ভুটানের এই অগ্রযাত্রা। আজ বাংলাদেশের বিপক্ষে থেমে যেতে পারে তাদের এই অগ্রযাত্রা অথবা হতে পারে অগ্রসর।
এ নিয়ে সাবিনা বলেন, ‘বিদেশি কোচের অধীনে ভুটানের ভালো খেলাটাকে অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু আমরা কোনো ম্যাচকে চাপ হিসেবে নিচ্ছি না। প্রতিপক্ষকে শ্রদ্ধা করছি। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলে যাব। ম্যাচ বাই ম্যাচ আমাদের যে লক্ষ্য, সেটা মাথায় রেখেই মাঠে নামব। আমিও চাই না একপেশে ম্যাচ হোক, চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হোক।’
এমপি/এসএন