সালাম মুর্শেদীর দায়িত্ব নিলেন সালাউদ্দিন
বাফুফের কার্যনির্বাহী পরিষদে আসার পর টানা ১৩ বছর পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন আব্দুস সালাম মুর্শেদী। এবার আর সেই দায়িত্ব পালন করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন। তার সেই দায়িত্ব নিয়েছেন স্বয়ং বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। বুধবার (১৪ সেপ্টেম্বর) বাফুফের নির্বাহী সভায় তা অনমোদনও হয়েছে। তবে দায়িত্ব পাওয়ার পর কাজী সালাহউদ্দিন গনমাধ্যমে কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। বিস্তারিত পরিকল্পনা নিয়ে তিনি সহসাই সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন।
কাজী সালাহউদ্দিন কথা না বললেও আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘সবার সহযোগিতায় আমি লিগ ১৩ বছর পরিচালনা করেছি। এ জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি এভাবে ১৩ বছর দায়িত্ব পালন করার জন্য বাফুফের সভাপতি কাছ থেকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি পেয়েছি। এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’
এদিকে বুধবারের বাফুফের নির্বাহী কমিটির সভায় আগামী মৌসুমে বিদেশি খেলোয়াড়ের কোটা ৪ জন থেকে বাড়িয়ে ৫ জন করা হয়েছে। তবে সেরা একাদশে আগের মতোই খেলবে ৪ জন। এদিকে আগামী মৌসুমে পেশাদারী লিগে একটি একাডেমি দল খেলানোর যে চিন্তা-ভাবনা ছিল, তা থেকে সরে এসেছে বাফুফে। পরিবর্তন করা হয়েছে একটি স্ট্যান্ডিং কমিটির নাম। ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটি নাম পরিবর্তন করে করা হয়েছে ঢাকা মেট্রোপলিশ ফুটবল কমিটি। এই কমিটির লেনদেন আগে আলাদা ব্যাংক হিসেবে পরিচালিত হতো। এখন থেকে বাফুফের কেন্দ্রীয় হিসেবেই পরিচালিত হবে। এই হিসাব বন্ধ করা হয়েছে বাফুফের গাইড লাইন মেনে।
এমপি/এএস