চ্যাম্পিয়নস লিগ শুরু আজ

অপেক্ষার পালা শেষে মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবলের ‘মহাযুদ্ধ’। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) থেকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা শুরু হচ্ছে। চলবে ২ নভেম্বর পর্যন্ত। এরই ধারাবাহিকতায় প্রথম দিনেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, চেলসি, পিএসজি, জুভেন্টাসসহ বেশ কয়েকটি দল।
বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে প্রথম ম্যাচে ডায়নামো জাগরেবের মুখোমুখি হবে চেলসি। একই সময়ে দ্বিতীয় ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডর বিপক্ষ মাঠে নামবে কোপেনহেগেন।
এ ছাড়াও একই দিনে দিবাগত রাত ১টায় শুরু হবে একসঙ্গে ৬টি ম্যাচ। এ ম্যাচগুলোতে মুখোমুখি হবে বেনফিকা-মাক্কাবি হাইফা, আরবি জালসবুর্গ-এসি মিলান, সেল্টিক-রিয়াল মাদ্রিদ, আরবি লিপজিগ-শাখতার দোনেৎস্ক। তা ছাড়াও আজকের বড় ম্যাচ পিএসজি আর জুভেন্টাসের। পার্ক ডি প্রিন্সেসে এটি অনুষ্ঠিত হবে।
এসআইএইচ
