কাতার বিশ্বকাপের সাড়ে ২৪ লাখ টিকিট বিক্রি
চলতি বছরের ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ ফুটবল-২০২২। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। ফলে ৩২ দলের এই ফুটবল টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে ততই মাঠে বসে খেলা দেখার আগ্রহী ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে। আর সেই বাড়ার ছাপ টিকিট বিক্রির তথ্যে ফুটে উঠছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা জানায়, কাতারে হতে যাওয়া আসরের জন্য এখন পর্যন্ত ২৪ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি করেছে আয়োজকরা। এর মধ্যে ৫ থেকে ১৬ জুলাই পর্যন্ত সর্বশেষ ধাপে ৫ লাখেরও বেশি টিকেট বিক্রি হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি সাড়া মিলেছে কাতার, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, ওয়েলস এবং অস্ট্রেলিয়ার ফুটবলপ্রেমীদের কাছ থেকে।
ফিফা আরও জানায়, টিকিট বিক্রির পরবর্তী ধাপের সময় সেপ্টেম্বরের শেষদিকে জানানো হবে। শেষ ধাপের বিক্রি চালু হওয়ার পর দোহাতে কাউন্টারেও বিক্রি করা হবে টিকেট।
এদিকে ফিফার বরাত দিয়ে জানা গেছে, গ্রুপ পর্বের জন্য সবচেয়ে বেশি টিকিট ব্রাজিল বনাম ক্যামেরুন, ব্রাজিল বনাম সার্বিয়া, পর্তুগাল বনাম উরুগুয়ে, কোস্টা রিকা বনাম জার্মানি এবং অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক ম্যাচে বরাদ্দ রাখা হয়েছে।
এসআইএইচ