মোহামেডানকে হারাল বসুন্ধরা
ঐতিহ্যবাহী মোহামেডানে স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। প্রথম ম্যাচে হারের পর তারা টানা আট ম্যাচে জয় পেল। এই হারে মোহামেডান ৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল।
খেলার দুইটি গোলই হয়েছে শুরুতেই। সময়ের হিসেবে ব্যবধান ছিল ৮ মিনিট। ১১ মিনিটে সুমন রেজা এবং ১৮ মিনিটে রিবিনিয়ো রবসন গোল দুইটি করেন, যা ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
নিজেদের মাঠে একটি পরিকল্পিত আক্রমণ থেকে বসুন্ধরা গোল করে এগিয়ে যায়। বসুন্ধরা এই পরিকল্পিত আক্রমণটি ছিল গোলরক্ষক আনিসুর রহমানের জিকো থেকে। তিনি বল ধরে তারিক কাজীকে দেন। তার কাছ থেকে বিপলু, ইব্রাহিম, মাহাদী ইউসুফ হয়ে বল যায় সুমন রেজার কাছে। বক্সের ভেতর থেকে সুমন রেজা দুর্দান্ত এক প্লেসিং শটে গোল করেন। দ্বিতীয় গোলের উৎস শুরু হয় বিপুলর মাধ্যমে। তার কাছ থেকে বল পেয়ে মোহামেডানের দুই রক্ষণভাগের ফাঁকি দিয়ে ঢুকে পড়েন ডি-বক্সে। এরপর গোল পোষ্ট লক্ষ্য করে তিনি যে কোনাকুনি শট নেন, তাতেই জালের ঠিকানা খোঁজে পায় বসুন্ধরা। লিগে রবিনিয়োর রবসনের এটি ষষ্ট গোল। তারপরে আছেন ৭ গোল করে চট্টগ্রাম আবাহনীর পিটার থ্যাঙ্কগড।
দুই গোলে পিছিয়ে পড়ার পর মোহামেডান প্রথমার্ধে আর তেমন কোনো যুৎসই আক্রমণ গড়ে তুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে আরো সম্ভব হয়নি শুরুতেই ১০ জনের দলে পরিণত হলে। রাজীবের ট্যাকেলে রবিনিয়ো পড়ে গেলে কোনো কারণ ছাড়াই তার গায়ে বল মারেন অনিক হোসেন। ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখান রবিনিয়ো। এ নিয়ে মাঠে উত্তেজনা সৃষ্টি হয়। রেফারি অনিক হাসানকে হলুদ কার্ড দেখান। এর আগে একবার হলুদ কার্ড দেখাতে রেফারি অনিককে লাল কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত হওয়ার পর মোহামেডান আর নিজেদের ফিরে পায়নি।
এমপি/এসআইএইচ