আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ ৬১ রানে জিতে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে। তাই আজ জিতলেই সিরিজ জয়ের পাশাপাশি আফগানিস্তানকে হোয়াইট ওয়াশও করা হবে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে।
আজকের ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে প্রথম ম্যাচে ছিটকে যাওয়া মুশফিকুর রহিম ঢুকেছেন সেরা একাদশে। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন গত ম্যাচে অভিষেক হওয়া ইয়াসির আলী রাব্ব। মুশফিক বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আজ খেলবেন শততম ম্যাচ। তার আগে প্রথম বাংলাদেশি হিসেবে শততম ম্যাচ খেলেছিলেন দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। তার ম্যাচ খেলার সংখ্যা আজকেরটি নিয়ে ১১৫টি। আফগানিস্তান দলে দুইটি পরিবর্তন। ইনজুরির কারণে মুজিব উর রহমান ও কায়েস আহমেদের পরিবর্তে খেলবেন ওসমান গনি ও সারাফউদ্দিন।
বাংলাদেশের দলের- মাহমুদউল্লাহ রিয়াদ, মুনিম শাহরিয়ার, মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
এমপি/এসএন