এমবাপেকে ধরে রাখতে চায় পিএসজি
কিলিয়ান এমবাপের এবারের সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ। তবে বিশ্বকাপ জয়ী এই তারকাকে ধরে রাখতে চান বলে জানিয়েছেন পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো।
এ ব্যাপারে স্পষ্ট করে কিছু না বললেও বৃহস্পতিবারে (৩ মার্চ) প্রকাশিত এক সাক্ষাতকারে লিওনার্দো জানান, এমন কোনো প্রস্তাব তারা দেননি। এমবাপের সঙ্গে চুক্তির ক্ষেত্রে অর্থের বিষয়টা মুখ্য নয়।
তিনি বলেন, আমরা কোনো নির্দিষ্ট প্রস্তাব পাঠাইনি। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো: আমি মনে করি, এই চুক্তিতে শেষ যে জিনিসটি আমরা রাখব, তা হলো অর্থ। আমরা তাকে সেরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সেরা অবস্থায় রাখতে চাই।
লিওনার্দো বলেন, অর্থের বিষয়ে আমরা খুব কমই কথা বলেছি। কারণ, এটা অর্থের বিষয় নয়। কিলিয়ানের মূল্য এত বড় যে, আমি মনে করি এটা (অর্থ) গৌণ। আমি মনে করি, অর্থের পরিমাণ দিতে দুই মিনিট সময় লাগবে।
এমবাপেকে সময়ের সেরা খেলোয়াড়দের একজন মনে করে মনে করেন এই ক্রীড়া পরিচালক। বলেন, কিলিয়ান আজ বিশ্বের সেরা খেলোয়াড়। মেসি সব সময় এই স্তরে ছিলেন এবং আমি মনে করি, এখনও তিনি এই স্তরে আছেন। তবে নতুন খেলোয়াড়দেরও সেই পর্যায়ে ওঠা স্বাভাবিক। কে সেরা, তা বিচার করার বিষয় নয় এটা। একজনের বয়স ২৩, অন্যজনের ৩৪।
লিওনার্দো আরও বলেন, আমি বলতে পারি না সামনে কী হবে, তবে আমাদের (এমবাপেকে ধরে রাখার) সম্ভাবনা আছে। যতক্ষণ পর্যন্ত কোনো চুক্তি না হয়, আমরা সব কিছু চেষ্টা করব, আমরা তাকে ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমি মনে করি না রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ফলাফল দেখে সিদ্ধান্ত হবে।
আগামী জুনে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি শেষ হবে। ফলে গত ১ জানুয়ারি থেকে নতুন কোনো দলের সঙ্গে চুক্তি করতে বাধা থাকল না তার।
এসআইএইচ