ইউক্রেনে আটকে পড়া ব্রাজিলিয়ান ফুটবলাররা ফিরলেন নিরাপদে
ছবি: সংগৃহীত
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে সেদেশে আটকে পড়া কয়েকজন ব্রাজিলিয়ান ফুটবলারের দিন শঙ্কা ও উৎকণ্ঠার মধ্য দিয়ে কাটছিল। নিরাপদে ইউক্রেন ছাড়তে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষকে আকুতি জানান তারা। গত ছয়দিনের মৃত্যুভয় ও বন্দি অবস্থা থেকে অবশেষে তারা নিরাপদে দেশটি ছাড়তে সক্ষম হয়েছেন।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইউক্রেন প্রিমিয়ার লিগের ক্লাব শাখতার দোনেৎস্ক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।
বিবৃতিতে বলা হয়, তাদের দলের ব্রাজিলিয়ান ফুটবলাররা এরই মধ্যে ইউক্রেন ছেড়েছেন। এর আগে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর দেশটির পূর্বে অবস্থিত শাখতার দোনেৎস্কের এক ডজনের বেশি ব্রাজিলিয়ান ফুটবলার সেখানে আটকা পড়েন।
গত শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, একটি হোটেলে রেকর্ড করা ভিডিওতে দেখা যায়, সেখানে জড়ো হয়েছেন খেলোয়াড়সহ তাদের স্ত্রী ও সন্তানরাও। ব্রাজিলিয়ান কর্তৃপক্ষকে সেখান থেকে তাদের উদ্ধার করার আহ্বান জানান তারা।
শাখতার নিশ্চিত করেছে, তাদের খেলোয়াড়রা তাদের পরিবারসহ নিরাপদে রোমানিয়া পৌঁছে গেছেন।
ক্লাবটির বিবৃতিতে আরও জানানো হয়েছে, লিগ চ্যাম্পিয়ন দিনামো কিয়েভের বিদেশি ফুটবলাররাও ইউক্রেইন ছাড়তে সক্ষম হয়েছেন। গত শনিবার ক্লাব এসকে নিপ্রো-ওয়ানের তিনজন ব্রাজিলিয়ান ফুটবলারও ইউক্রেইনের সীমান্ত পেরিয়ে রোমানিয়ায় পৌঁছেছেন।
বিদেশি খেলোয়াড়দের নিরাপদে ইউক্রেইন ছাড়ার ব্যবস্থা করায় উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে শাখতার।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ডাকে সাড়া দিয়ে ইউক্রেইনে আক্রমণের পরিপ্রেক্ষিতে সোমবার রাশিয়ার সব ক্লাব ও জাতীয় দলকে সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা। নিষেধাজ্ঞার ফলে কাতার বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফে খেলতে পারবে না রাশিয়ার ছেলেদের দল। ২০২২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না তাদের মেয়েরা।
আরএ/