টি-টোয়েন্টি সিরিজ
আফগানিস্তানকে পেছনে ফেলার সুযোগ বাংলাদেশের
বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর এখন টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার অপেক্ষায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ দুই ম্যাচের। ৩ ও ৫ মার্চ হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে ম্যাচ দুইটি। খেলা শুরু হবে বেলা ৩টায়।
এই সিরিজ বাংলাদেশের জন্য র্যাঙ্কিয়ে এক ধাপ উপরে উঠার সুযোগ। আর সেই কাজটি করতে হবে আফগানিস্তানকে হারিয়ে। বর্তমানে ২৩২ র্যাটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে আটে। এক র্যাটিং পয়েন্ট কম নিয়ে বাংলাদেশের অবস্থান নয়ে। নিজেদের আটে নিয়ে আসতে হলে সিরিজি জিততে হবে বাংলাদেশের। অন্য কোনো ফলাফল হলে দুই দলের অবস্থানের কোনো হেরফের হবে না।
সিরিজ ১-১ ড্র হলে কিংবা আফগানিস্তান ২-০ ব্যবধানে জিতলে দুই দলের অবস্থান একই থাকবে। তবে বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জিতে গেলে এক ধাপ উপরে উঠলেও আফগানিস্তানের অবনমন হবে দুই ধাপ। তারা নেমে যাবে দশে। কারণ ২৩০ পয়েন্ট নিয়ে দশে আছে শ্রীলঙ্কা। একইভাবে বাংলাদেশ সিরিজ হেরে গেলে তাদেরও এক ধাপ অবনমন হবে। নেমে যাবে দশে। নয়ে উঠে আসবে শ্রীলঙ্কা।
দুই দেশের মুখোমুখি সাক্ষাতয়ে এগিয়ে আবার আফগানিস্তান। ছয় বারের মোলাকাতে আফগানিস্তান জিতেছে চারটিতে। বাংলাদেশের জয় দুইটিতে। বাংলাদেশ জয়ী হয়েছে প্রথম ও শেষ ম্যাচে যথাক্রমে ৯ ও ৪ উইকেটে। মাঝে খেলা চারটি ম্যাচে আফগানিস্তান জয়ী হয়েছে ৪৫ রান, ৬ উইকেট, ১ রান ও ২৫ রানে। এর মাঝে ২০১৮ সালে ৩ ম্যাচের এক সিরিজে আফগানিস্তান বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল।
এমপি/এসআইএইচ