এসিস্টের পর ইফতার, এসেই গোল, রোজা রেখে দুর্দান্ত লামিন ইয়ামাল

ছবিঃ সংগৃহীত
মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে এসেছিলেন লামিন ইয়ামাল। এরপর থেকে তার পারফরম্যান্স দেখে মনে হয়, বয়স কি সত্যিই এত কম? এত কম বয়সে এমন নৈপুণ্য—আসলে কেমন করে সম্ভব!
আজকের রাতটা আবারও প্রমাণ করল, লামিনের ক্ষেত্রেই সম্ভব। এক গোল করানো, এরপর দুর্দান্ত এক গোল, যেখানে লিওনেল মেসির ছায়া খুঁজে নিতেও পারেন অনেকে। আর এই অসাধারণ নৈপুণ্য তাকে পৌঁছে দিল রেকর্ডবুকে।
তবে তার এই কীর্তির মাহাত্ম্য আরও বেড়ে যায় যখন ভাবা হয়, আজ তিনি রোজা রেখেই মাঠে নেমেছিলেন! ইফতারের ঠিক আগে দিয়েই এক অ্যাসিস্ট আর এক গোল করে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ইতিহাস গড়েছেন এই বিস্ময় বালক।
বার্সেলোনা আজ নিজেদের মাঠে মুখোমুখি হয়েছিল বেনফিকার। প্রথম লেগ থেকেই এক গোলের লিড ছিল কাতালানদের। আজ ম্যাচের ১১তম মিনিটে রাফিনিয়াকে দিয়ে গোল করান ইয়ামাল, বার্সেলোনা সামগ্রিক লড়াইয়ে এগিয়ে যায় ২-০ গোলে।
কাতালুনিয়ায় ম্যাচটা শুরু হয়েছিল শেষ বিকেলে। মাগরিবের সময় হয় ম্যাচের মাঝেই, ১৫ মিনিটের মাথায়। তাই একটু আগেই ব্রেক দেওয়া হয়, তখনই শুধু পানি খেয়ে রোজা ভাঙলেন ইয়ামাল।
রাফিনিয়ার গোলে এগিয়ে যাওয়ার পর বেনফিকা সমতা ফেরায় নিকলাস অতামেন্দির গোলে। কিন্তু বার্সেলোনাকে আবার এগিয়ে দেন সেই ইয়ামালই—এবার সরাসরি স্কোরশিটে নিজের নাম তুললেন।
বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট! ইউরোতে যেমনটা করেছিলেন ফ্রান্সের বিপক্ষে, এবারও ফল একই। পুরো রক্ষণকে পরাস্ত করে বল জড়িয়ে গেল জালে।
এই গোলের মাধ্যমেই ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল। তিনি এখন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়! মাত্র ১৭ বছর ২৪১ দিন বয়সে এই বিরল কীর্তি গড়লেন তিনি।
তবে তার কাজ এখানেই শেষ নয়। বার্সেলোনা সুবিধাজনক অবস্থানে আছে ঠিকই, কিন্তু ম্যাচের আরও ৪৫ মিনিট বাকি। চ্যাম্পিয়ন্স লিগের এই বাধা পেরিয়ে যাক বার্সেলোনা (সব বাধাই কেন নয়?), স্রষ্টার কাছে নিশ্চয়ই ইফতারের সময় এ প্রার্থনাই করেছিলেন লামিন ইয়ামাল!
